১। সরবরাহকৃত যানবাহন এর চালকের ড্রাইভিং লাইসেন্স বৈধ উপায়ে গ্রহন করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে।
২। চালকদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স সঙ্গে বহন করতে হবে।
৩। সরবরাহকৃত যানবাহনের চালক ও হেলপারকে সরবরাহকারী কর্তৃক পরিচয়পত্র প্রদান করতে হবে।
৪। কারখানায় প্রবেশের পূর্বে চালক ও হেলপারকে পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করতে হবে।
৫। রপ্তানী কাজে ব্যবহৃত যানবাহনের পূর্ণ তালিকা (গাড়ীর নাম্বার,
রেজিষ্ট্রেশন নাম্বার, চেসিস নম্বর) অত্র প্রতিষ্ঠানকে সরবরাহ করতে হবে।
৬। রপ্তানী কাজে নিয়োজিত বা সরবরাহকৃত যানবাহনের চালককে নির্দেশিত পথ অনুসরন করে কন্টেইনার টার্মিনালে পৌছতে হবে।
৭। নির্দেশিত পথ ব্যতিরেকে অন্য কোন পথে কন্টেইনার টার্মিনালে গমন করতে পারবে না।
৮। যদি কোন অনাকাঙ্খিত কারনে কন্টেইনার টার্মিনালে যাওয়ার পথ পরিবর্তনের
প্রয়োজন হয় তাহলে অবশ্যই তা অত্র প্রতিষ্ঠানের রপ্তানী কাজে নিয়োজিত
নির্দিষ্ট ব্যক্তিকে অবহিত করতে হবে এবং অনুমতি গ্রহন করতে হবে।
৯। রপ্তানী কাজে ব্যবহৃত গাড়ীতে যদি পথিমধ্যে কোন যান্ত্রিক ত্র“টি বা
সমস্যা দেখা দেয় তাহলে তৎক্ষনাৎ অত্র প্রতিষ্ঠানের রপ্তানী কাজে নিয়োজিত
ব্যক্তিকে অবহিত করতে হবে এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা
গ্রহন করতে হবে।
১০। রপ্তানী কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানে যদি কোন ধরনের ত্র“টি পরিলক্ষিত হয় তাহলে তৎক্ষনাৎ বিকল্প গাড়ী সরবরাহ করতে হবে।
১১। গাড়ীতে মালামাল বোঝাইয়ের পর নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে
হবে এবং কন্টেইনার টার্মিনাল ব্যতীত অন্য কোন স্থানে যাত্রা বিরতি করা
যাবে না।
১২। মালামাল বোঝাইকৃত গাড়ীতে পথিমধ্যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা বা
মালামাল হারানো গেলে যানবাহন সরবরাহকারীকে এর সম্পূর্ণ দায় দায়িত্ব বহন
করতে হবে।
১৩। রপ্তানী কাজে সরবরাহকৃত প্রত্যেকটি গাড়ীর চালক বা হেলপারকে নিরাপত্তার
স্বার্থে যোগাযোগের জন্য মোবাইল ফোন প্রদান করতে হবে যাতে যাত্রাপথে গাড়ীর
অবস্থান সম্পর্কে খবরাখবর নেওয়া যায়।
১৪। রপ্তানী কাজে নিয়োজিত যানবাহন নির্দিষ্ট গন্তব্যে (কন্টেইনার
টার্মিনাল) পৌঁছা মাত্র চালক সেখানে অবস্থানরত অত্র কর্তৃপক্ষের জেটি
সরকারের কাছে রিপোর্ট করবেন এবং চালান ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র তার
নিকট হস্তান্তর করবেন।
১৫। নিরাপত্তার স্বার্থে সরবরাহকৃত যানবাহনের চালক এবং হেলপারদের ব্যক্তিগত
জীবনবৃত্তান্ত সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক যাচাই বাছাই ও তদন্ত করতে
হবে।
১৬। সরবরাহকৃত যানবাহনের চালকদের জীবন বৃত্তান্ত ও চেয়ারম্যান বা কমিশনার
সনদ, ড্রাইভিং লাইসেন্স এবং কপি অত্র কর্তৃপক্ষের বরাবরে দাখিল করতে হবে যা
প্রয়োজনে কর্তৃপক্ষ কর্তৃক যাচাই ও পরীক্ষা করা হতে পারে।
By Compliance Menu
0 Comments