শ্রমিকদের অভিযোগ ও পরামর্শ নীতিমালা বিষয়ে প্রস্ন উত্তর

  • কোম্পানীর যে অভিযোগ ও পরামর্শ নীতিমালা আছে সে সম্পর্কে আপনি জানেন কি? -,
  • কোম্পানীর অভিযোগ ও পরামর্শ নীতিমালার কার্যক্রম সম্পর্কে আপনি কি অবগত?
  • আপনার অভিযোগ ও পরামর্শ কর্তৃপক্ষকে জানানোর ধাপগুলো সম্পর্কে আপনি জানেন কি?
  • টয়লেটে রক্ষিত অভিযোগ বক্সের মাধ্যমে যে অভিযোগ ও পরামর্শ জানানো যায় সে সম্পর্কে আপনি জানেন কি?
  • পিসি সদস্যদের কাছে আপনি কিভাবে আপনার অভিযোগ ও পরামর্শ জানাবেন সে সম্পর্কে জানেন কি?
  • ওয়েলফেয়ার অফিসারদের কাছে আপনি কিভাবে আপনার অভিযোগ ও পরামর্শ জানাবেন সে সম্পর্কে জানেন কি?
  • ম্যানেজারের/ডিজিএম, এইচ আর এ্যান্ড কমপ্লাইন্স – এর কাছে আপনি কিভাবে আপনার অভিযোগ ও পরামর্শ জানাবেন সে সম্পর্কে জানেন কি?
  • ডিজিএম, প্রশাসন – এর কাছে আপনি কিভাবে আপনার অভিযোগ ও পরামর্শ জানাবেন সে সম্পর্কে জানেন কি?
  • হট লাইনের মাধ্যমে যে অভিযোগ ও পরামর্শ জানানো যায় সে সম্পর্কে আপনি জানেন কি?
    কারখানার অভ্যন্তরে অভিযোগ ও পরামর্শ নীতিমালা সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম (মিটিং, ট্রেনিং, পিএ সিস্টেম এ্যানাউন্সমেন্ট, নোটিশ বোর্ড ইত্যাদি) থেকে আপনারা কি এ সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন বা সচেতন হতে পারছেন?
  • আপনাদের উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা মতামত নোটিশ বোর্ডে টানানো হয় এবং পিএ সিস্টেমে জানানো হয় – এ সম্পর্কে জানেন কি?

Post a Comment

0 Comments