বিল গেটস

.
পৃথিবীর সবচেয়ে ধনী ব্যাক্তি বিল গেটস একটি রেস্টুরেন্টে খেতে গেছে।
.
খাওয়ার পর বিল গেটস ওয়েটারকে ৫ ডলার বকশিস দিল...
.
বকসিস পেয়ে ওয়েটার বিল গেটস এর দিকে হা করে তাকিয়ে রইল...
.
ওয়েটারের কাণ্ড দেখে বিল গেটস জিজ্ঞেস করল "কি হয়েছে? আমার দিকে এভাবে তাকিয়ে আছ
কেন?
.
ওয়েটার বলল "স্যার গতকাল আপনার ছেলে এইখানে নাস্তা করার পর আমাকে ১০০ ডলার
বকসিস দিয়েছেন, আর আপনি তার বাবা এবং এত বড় ধনী হয়ে আমাকে মাত্র ৫ ডলার দিলেন?"
.
বিল গেটস হেসে ওয়েটারকে বলল
"সে হচ্ছে বিশ্বের এক নম্বর ধনী মানুষের ছেলে আর আমি হচ্ছি একজন টেক্সি ড্রাইভারের ছেলে"
.
মোরালঃ কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না।
অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভাল শিক্ষক।

Post a Comment

0 Comments