প্রশ্ন: এপেক্স হোল্ডিংস লিমিটেড একটি ফ্লোরে আয়তন ১২০০ বর্গফুট এবং উচ্চতা ১০ ফিট উক্ত ফ্লোরে কতজন শ্রমিক কাজ করতে পারবে?

সমাধান :

শ্রম আইন ২০০৬ এর ৫৬ ধারা বলা হয়েছে যে কারখানার কোন কর্ম-কক্ষে শ্রমিকগণের স্বাস্থ্য খারাপ হবে এমন অতিরিক্ত ভীড় করা যাবে না। প্রত্যেক শ্রমিকের জন্য অন্তত ৯.৫ ঘনমিটার বা ৩৩৫.৫৪ ঘনফুট পরিমাণ জায়গার ব্যবস্থা করতে হবে।
এখানে ১ ঘনমিটার৷ = 35.32 ঘনফুট
৯.৫ ঘনমিটার = (35.32×৯.৫),ঘনফুট
= ৩৩৫.৫৪ ঘনফুট।
সমাধান :
বর্গফুট = দৈর্ঘ্য × গ্রন্থ
ঘনফুট = দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা
মেঝের আয়তন = ১২০০ বর্গফুট
উচ্চতা = ১০ ফুট
মোট জায়গা = ১২০০ বর্গফুট x ১০ ফুট = ১২০০০ ঘনফুট
335.54 ঘনফুট জায়গায় কাজ করবে= ১ শ্রমিক
১ ঘনফুট জায়গায় কাজ করবে =(১÷335.54)
১২০০ঘনফুট জা জায়গায় (১×১২০০০)÷৩৩৫.৫৪৷ জন
= ৩৫.৭৬ অর্থাৎ ৩৬ জন শ্রমিক।
সংগৃহীত
অর্ণব রহমান শাকিল
এইচআর এডমিন এন্ড কমপ্লায়েন্স।

Post a Comment

0 Comments