মহিলাদের প্রতি আচরণ ।

(৮৮) বিধি ৩৬১ এরপর নিম্নরূপ নতুন বিধি ৩৬১ক সন্নিবেশিত হইবে,

যথা:----

৩৬১ক । মহিলাদের প্রতি আচরণ। কোন প্রতিষ্ঠানে মহিলা নিযুক্ত থাকলে মহিলার শালীনতা ও সম্ভাবনা পরিপন্থী কোন যৌন হয়রানি, অসৌজন্যমূলক আচরণ, অশ্লীল বা অভদ্র জনিত আচরণ করা যাবে না।

ব্যাখ্যা
এই উপ-বিধির উদ্দেশ্য পূরণকল্পে, অশ্লীল বা অভদ্রজনিত আচরণ এবং যৌন হয়রানি বলিতে নিম্ন বর্ণিত আচরণ অন্তর্ভুক্ত হইবে, যথা:---

(ক) অনাকাঙ্ক্ষিত যৌন আচরণ যেমন শারীরিক স্পর্শ বা অনুরূপ প্রচেষ্টা;
(খ) প্রাতিষ্ঠানিক এবং পেশাগত ক্ষমতা ব্যবহার করিয়া কাহারো সহিদ যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা;
(গ) যৌন হয়রানি ও নিপীড়নমূলক উক্তি ;
(ঘ) যৌন সুযোগ লাভের জন্য অবৈধ প্রস্তাব;
(ঙ) পর্নোগ্রাফি দেখানো ;
(চ) যৌন আবেদনমূলক মন্তব্য বা ভঙ্গি;
(ছ)  অশালীন ভঙ্গি , অশালীন ভাষা বা মন্তব্যের মাধ্যমে উত্যক্ত করা বা অশালীন উদ্দেশ্য পূরণে কোন ব্যক্তির অলক্ষ্য তাহার নিকটবর্তী হওয়া বা অনুসরণ করা, যৌন ইঙ্গিত মূলক ভাষা ব্যবহার করিয়া  ঠাট্টা বা উপহাস করা;
(জ) চিঠি , টেলিফোন,  মোবাইল , এসএমএস,  ছবি, নোটিশ, কার্টুন ,চেয়ার-টেবিল,  নোটিশ বোর্ড , অফিস বা বাথরুমের দেয়ালে যৌন ইঙ্গিত মূলক অপমানজনক কোন কিছু লেখা;
(ঝ)  ব্ল্যাকমেইল অথবা চরিত্র হননের উদ্দেশ্যে স্থির বা ভিডিও চিত্র ধারণ করা ; 
(ঞ)  যৌন হয়রানের কারণে সাংস্কৃতিক বা প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকিতে বাধ্য করা ;
(ট) প্রেম নিবেদন করিয়া প্রত্যাখাত হইয়া হুমকি দেওয়া বা চাপ প্রয়োগ করা;
(ঠ) ভয় দেখাইয়া বা মিথ্যা আশ্বাস দিয়া বা প্রতারণার মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন বা স্থাপনের চেষ্টা করা ।

(২) প্রতিটি কর্ম ক্ষেত্রে ন্যূনত ৫(পাঁচ) সদস্য বিশিষ্ট যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে অভিযোগ কমিটি গঠন করিতে হইবে যাহার প্রধান হইবেন একজন নারী এবং কমিটিতে প্রতিষ্ঠানের মধ্য হইতে সংখ্যাগরিষ্ঠ নারী প্রতিনিধি থাকিবেন।

(৩) প্রতিষ্ঠান কর্তৃক যৌন হয়রানি প্রতিরোধে গাইডলাইন তৈরি করিতে হইবে এবং প্রতিষ্ঠানের সকল কর্মীদের উহা করিতে হইবে এবং প্রতিটি কর্মক্ষেত্রে ১ (এক) টি করিয়া অভিযোগ বক্স রাখিতে হইবে এবং প্রাপ্ত অভিযোগ সমূহ রেজিস্টার এ লিপিবদ্ধ করিয়া নিষ্পত্তি করিতে হইবে ।"

(রেফারেন্স শ্রম বিধিমালা ২০১৫ _ ১সেপ্টেম্বর -২০২২ অনুযায়ী)

Post a Comment

0 Comments