গার্মেন্টস এ জরুরি বাতি কেন সবসময় জালিয়ে রাখতে হয়? বা লজিকাল কারন?

ফায়ার বা অন্য যে কোন ডিজাস্টারের সময় নরমাল ইলেকট্রিক পাওয়ার বন্ধ করে দেয়া হয় বা বন্ধ হয়ে যায়। সে মুহূর্তে ইমার্জেন্সি ইভাকুয়েশনের জন্য মিনিমাম ২.৫ লাক্স আলো ফ্লোরে থাকতে হয়। তখন এই ইমার্জেন্সি লাইট গুলো সেই আলো সরবরাহ করে থাকে। আর এই লাইটগুলো আই পি এস এর সাথে কানেক্টেড থাকে যেন পাওয়ার বন্ধ হয়ে যাওয়ার পরেও লাইটগুলো ৯০ মিনিট পর্যন্ত জ্বলতে পারে।

আর এইটা বি এন বি সি এর রিকুয়ারমেন্ট।

Post a Comment

0 Comments