ফায়ার সেফটি অফিসার

বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ প্রকাশের পরে ফায়ার সেফটি অফিসারের বিষয়টি অত্যন্ত গুরুত্ব পেতে শুরু করে কারন শ্রম বিধিমালার বিধি- ৫৫ অনুযায়ী কমপক্ষে ৫০০ জন শ্রমিক প্রতিষ্ঠানে নিয়োজিত থাকলে ১ জন ফায়ার সেফটি অফিসার নিয়োগ প্রদান বাধ্যতামূলক।

বিধি-৫৫(১২) অনুযায়ী একজন ট্রেনিংপ্রাপ্ত কর্মকর্তাকে রাখিতে হইবে।

 

এখন প্রশ্ন হল কে হবে উক্ত ফায়ার সেফটি অফিসার?

অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা ২০১৪ এর বিধি ২(১১
) অনুযায়ী "ফায়ার সেফটি আফিসার" অর্থ অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপন,উদ্ধার কার্যক্রমে অধিদপ্তর কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান হইতে অন্যূন ৬ মাস মেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ কোন কর্মকর্তা এবং অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কোন কর্মকর্তাও ইহার অন্তর্ভুক্ত হইবেন।

উক্ত অফিসারের কাজ হবে সব অগ্নিনির্বাপক সরজ্ঞামাদির যথাযথ সংরক্ষন এবং প্রস্তুত রাখা।

এছাড়াও বিধি-৫৫(১০) অনুযায়ী গঠিত তিনটি দলকে প্রতি ৬ মাস পরপর পুনঃপ্রশিক্ষন প্রদান করা।

Bangladesh Labour Act (শ্রম আইন) 2006 & Rules (বিধি) 2015.

Post a Comment

0 Comments