বাংলাদেশ শ্রম আইন (সর্বশেষ সংশোধনী সহ) অনুযায়ী সবগুলি কমিটি’র সদস্য সংখ্যা ও সংক্ষিপ্ত বর্ণনা

 


১। অংশগ্রহণকারী কমিটি : ৬ – ৩০ : শ্রমবিধি ১৮৩(৩) অনুযায়ী অংশগ্রহণকারী কমিটির সংখ্যা হবে সাধারন শ্রমিকের সংখ্য অনুসারে ৬ থেকে ৩০ জন। এখানে মালিক এবং শ্রমিক সমসংখ্যক প্রতিনিধি থাকবে।

২। সেফটি কমিটি : ৬ – ১২ : শ্রমবিধি ৮১(২) অনুযায়ী সেফটি কমিটির সদস্য সংখ্যা ৬ থেকে ১২ এর বেশী হবে না। এতে মালিক এবং শ্রমিক সমসংখ্যক প্রতিনিধি থাকবে।

৩। তদন্ত কমিটি : সর্বোচ্চ ৬ : শ্রমবিধি ২৯(২) অনুযায়ী তদন্ত কমিটি অনধিক ৬ সদস্য বিশিস্ট।

৪। যৌন হয়রানী অভিযোগ কমিটি : কমপক্ষে ৫ : হাইকোর্ট এর নির্দেশনা অনুযায়ী,

9/b) The Complaints Committee shall be comprised of a minimum of 5 members of whom the majority shall be women. If possible, the head of the Committee shall be a woman;

9/c) A minimum of two members of the Complaints Committee shall be from outside the organization, and from any organisation which works on gender and sexual violence;

৫। ক্যান্টিন কমিটি : ২ - ৫ : শ্রমবিধি ৯০(২) অনুযায়ী ক্যান্টিন কমিটির শ্রমিক সদস্য ২ জনের কম বা ৫ জনের বেশী হতে পারবে না।

৬। : অংশগ্রহণকারী কমিটির নির্বাচন পরিচালনা কমিটি : ৩ – ৫ : শ্রমবিধির ১৮৮ অনুযায়ী অংশগ্রহণকারী কমিটির নির্বাচন পরিচালনা কমিটির জন্য মালিক ও শ্রমিক সমন্বয়ে ৩ হইতে ৫ সদস্য বিশিষ্ট হতে হবে।

৭। ট্রেড ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য : ৫ - ৩৫ : শ্রমবিধির ১৬৯ অনুযায়ী ট্রেড ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য সংখ্য হবে ৫ থেকে ৩৫ যাহা সাধারণ সদস্যদের সংখ্যনুপাতে হারে হবে।

৮। ভবিষ্য তহবিলের ট্রাস্টি বোর্ড : সর্বোচ্চ ৭ : শ্রমবিধির ২৪০(১) অনুযায়ী ভবিষ্য তহবিলের ট্রাস্টি বোর্ড অনধিক ৭ সদস্য সমন্বয়ে গঠিত হবে।

৯। শিক্ষাধীনতা সংক্রান্ত ত্রিপক্ষীয় উপদেষ্টা কমিটি : ৪ : শ্রম বিধির ৩২৯(১) এবং ধারা ২৭৬ মোতাবেক একজন চেয়ারম্যান, একজন সদস্য সচিব এবং সরকার মালিক ও শ্রমিকদের প্রত্যেকের পক্ষ হইতে প্রতিনিধিত্বশীল ৪ জন সদস্যের সমন্বয়ে শিক্ষাধীনতা সংক্রান্ত ত্রিপক্ষীয় উপদেষ্টা কমিটি গঠিত হইবে।

 

ধন্যবাদান্তে,

Kazi Deepu

HR Consultant – Kazi Associates

Cell # : + 88 01819-151033 (WhatsApp/ Viber)

 

Post a Comment

0 Comments