অর্থ বিল ২০২০ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর 6th Schedule, Part A এর Paragraph 8 এবং 20 এর সংশোধনের ফলে ১ জুলাই ২০২০ হতে শুধুমাত্র রাজস্ব বোর্ডের #অনুমোদিত_পেনশন_ফান্ড ও #গ্র্যাচুইটি_ফান্ড হতে প্রাপ্ত টাকা সংশ্লিষ্ট কর্মচারীর জন্য #করমুক্ত থাকবে।
#অননুমোদিত পেনশন ফান্ড বা গ্র্যাচুইটি ফান্ড হতে প্রাপ্ত যে কোন টাকা #করযোগ্য বলে বিবেচিত হবে।
এছাড়া অনুমোদিত না হলে কোম্পানি কর্তৃক এই খাতে পরিশোধকৃত অর্থ
#পারকুইজিট হিসেবে কর_মওকুফ_পাবেনা। তাই কোম্পানিকে ও উক্ত টাকার উপর প্রযোজ্য হারে কর দিতে হবে।
কোম্পানি ও কর্মচারী উভয় পক্ষের #আয়কর_অব্যাহতি পেতে চাইলে #পেনশন_ফান্ড, #গ্র্যাচুইটি_ফান্ড, #প্রভিডেন্ট_ফান্ড এর অনুমোদন নিতে হবে।
Collected
0 Comments