১. মারাত্বক বা গুরুতর আহত হলো যে দূর্ঘটনার ফলে কোন শ্রমিকের মৃত্যু হয় অথবা পরবর্তী ২০ দিনের মধ্যে কাজে যোগদানের সম্ভাবনা না থাকে।
এ ক্ষেত্রে এই ঘটনা সংঘটিত হবার সাথে সাথে প্রতিস্টান কে টেলিফোন, ফ্যাক্স, ই-মেইল অথবা বিশেষ বার্তাবাহক দ্বারা নিচের ব্যাক্তি অথবা প্রতিস্টান কে জানাতে হবে
ক. মহাপরিদর্শক
খ. সংশ্লিষ্ট জেলা প্রশাসক
গ. সংশ্লিষ্ট পরিদর্শক
ঘ. নিকটবর্তী ফায়ারসার্ভিস স্টেশন
ঙ. নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র
চ. সংশ্লিষ্ট থানার কর্মকর্তা বা শিল্প পুলিশ
২. সামান্য আহত হলো যে দুর্ঘটনার ফলে কোন শ্রমিকের ৪৮ ঘন্টার মধ্যে এবং অনধিক ২০ দিনের মধ্যে কাজে অনুপস্থিত থাকলে।
এ ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার অনধিক ৭ দিনের মধ্যে উপরোক্ত তালিকার ক, খ এবং গ কে জানাতে হবে
৩. বিপজ্জনক ঘটনার নোটিশ হলো কোন প্রতিস্টানে বিস্ফোরণ, অগ্নিকান্ড অথবা মেশিনে কোন দুর্ঘটনা ঘটলে , কেউ আহত হোক বা না হোক তিন কর্মদিবসের মধ্যে উপরোক্ত তালিকার ক,খ এবং গ কে জানাতে হবে।
৪. মারাত্বক দুর্ঘটনার স্থান দুর্ঘটনার পর যেমন ছিল পরিদর্শক স্থান পরিদর্শন না করা পর্যন্ত অথবা অন্তত তিন দিন পর্যন্ত সংরক্ষন করতে হবে
তবে উদ্বারকাজ এবং মানুষ এর জীবন রক্ষার্থে এর ব্যত্যয় ঘটানো যাবে।
৫. প্রত্যেক প্রতিস্টান দুর্ঘটনার জন্য রেজিস্টার সংরক্ষন করবেন এবং প্রতি ৬ মাসের রিপোর্ট মহাপরিদর্শক বরাবর ৬ মাস শেষ হওয়ার ১০ দিনের মধ্যে পাঠাতে হবে।
0 Comments