উদ্দেশ্যঃ
আবাবিল নীট কম্পোজিট লিঃ এ নিয়োজিত
সকল শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাস্থ্যকর কাজের পরিবেশের জন্য এই নীতি প্রয়োগে দৃঢ় প্রতিজ্ঞ।
পরিধিঃ
প্রতিষ্ঠানে নিয়োজিত সকল
কর্মচারীদের জন্য এই নীতি প্রযোজ্য হবে। আত্মরক্ষামূলক সরঞ্জামাদি ব্যবহারের জন্য
যে সমস্ত নীতিমালা গ্রহণ করা হয়েছে সে গুলো নিম্নরূপঃ
১) আত্মরক্ষামূলক
সরঞ্জামাদি ব্যবহারের জন্য শ্রমিকদেরকে নিয়মিত কাউন্সিলিং এর মাধ্যমে উদ্ভুদ্ধ করা
হয়।
২) বিশেষ আত্মরক্ষামূলক
সরঞ্জামাদি ব্যবহার (কেমিক্যাল হ্যান্ডেলিং) এর ক্ষেত্রে নিয়মিত প্রশিক্ষনের
মাধ্যমে উদ্ভুদ্ধ করা হয়।
৩) কারখানায় কর্মরত
প্রত্যেকটি শ্রমিককেই মুখোশ/মাস্ক ব্যবহারের জন্য পরামর্শ দেয়া হয়।
৪) কাটিং মেশিনে কর্মরত
প্রত্যেক শ্রমিককে অবশ্যই মেটাল হ্যান্ড গ্লোবস/ হাত মোজা ও মুখোশ ব্যবহারের
নির্দেশ দেয়া
হয়।
৫) সুইং এর লাইন
সুপারভাইজারদের সংশ্লিষ্ট শ্রমিককে মুখোশ/মাস্ক ও মেশিন সংক্রান্ত সকল গার্ড
ব্যবহারের জন্য নির্দেশ দেয়া হয়।
৬) বেশি মাত্রার শব্দের
স্থানে সংশ্লিষ্ট শ্রমিককে কানের ছিপি/প্লাগ ব্যবহারের জন্য নির্দেশ দেয়া হয়।
৭) শ্রমিকরা সঠিকভাবে এ সব
ব্যবহার করছে কিনা তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল বিভাগের সুপারভাইজরদের
নির্দেশ দেয়া হয়।
৮) আত্মরক্ষামূলক
সরঞ্জামাদি শ্রমিকদের মাঝে বিনামূল্যে সরবরাহ করা হয়।
দায়িত্বপ্রাপ্ত বিভাগ : মানব সম্পদ বিভাগ এবং সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান।
কর্তৃপক্ষ
0 Comments