ভাল হাউস কিপিং এর জন্যে কর্মপরিবেশ উন্নত হয়,
নিরাপত্তা বৃদ্ধি পায় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। সুন্দর সাজানো গুছানো স্থানে
সকলেই কাজ করতে ভালবাসে। তাই নিজেদেরও কর্মস্থল গুছিয়ে রাকা উচিত।
এর জন্য নিম্নলিখিত কাজগুলি করা দরকারঃ
·
সকল ফ্লোর সব সময় পরিস্কার পরিচ্ছ্ন্ন রাখা।
·
সকলের জন্য নির্ধারিত ইউনিফরম, আইডি কার্ড ও
নিরাপত্তা সরঞ্জাম পরে কাজ করা।
·
সিজার, কার্টার মেশিনের সাথে বাধাঁ থাকবে।
·
প্রতিদিন কাজ শুরুর পূর্বে সুতা ধরে লাইন সোজা করা।
·
প্রত্যেক অপারেটরকে তাদের মেশিন পরিস্কার করার
নির্দেশ দেয়া।
·
গার্মেন্টস ফ্লোরে না রেখে ঝুড়ি বা বাক্সে রাখা।
·
প্রতিটি জায়গার সঠিক ব্যবহার নিশ্চিত করা।
·
জুতা টেবিল বা মেশিনের নিচে না রেখে নির্দিষ্ট
কার্টুন বা র্যাকে রাখা।
·
সুতা শেষ হলে খালি কোন ফ্লোরে না ফেলে জমা দিয়ে
নতুন সুতা আনা।
·
ববিন কেস এবং নিরাপত্তা গার্ড সহ মেশিনের যে কোন
সমস্যা হলে সাথে সাথে সংশ্লিষ্ট ফ্লোরের মেকানিক্সকে দিয়ে তা ঠিক করা।
·
মেশিন যত্রতত্র না রেখে সমান দূরত্বে সাজিয়ে রাখা ।
·
মেশিন লে আউটের সময় সকল মেশিনের সমান দূরত্ব বজায়
রাখা (সাধারনত ৪০ ইঞ্চি পর পর)।
·
সকল রাস্তা বা হলুদ দাগগুলো অবমুক্ত রাখা।
·
সকল শ্রমিক বাঁধামুক্ত অবস্থায় কাজ করা।
·
ফেব্রিক, গার্মেন্টস এবং এক্সিসরিজ নির্দিষ্ট
জায়গায় সংরক্ষন করা।
·
সকল দরজা, প্রবেশ পথ কিংবা বাহির পথ (ঊীরঃ) বাঁধা
মুক্ত থাকবে।
আত্মরক্ষামূলক
সরঞ্জামাদি
শ্রমিক কর্মচারীদের সর্বোচ্চ নিরাপত্তার প্রয়োজনে
বিভিন্ন বিভাগের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদেও মধ্যে প্রয়োজনী++য় চচঊ সরবরাহ করা
হয়েছে। এই চচঊ গুলো কিভাবে ব্যবহার করা হবে এ সম্পর্কে সকলকে প্রশিক্ষণ প্রদান করা
হয় ক্রমান্বয়ে। প্রত্যেক ব্যক্তি তার নিকট সরবরাহকৃত চচঊ কাজ চলাকালীন সময়ে
ব্যবহার করবেন। নিরাপদ ও সঠিকভাবে চচঊ রক্ষণা-বেক্ষণ করা প্রত্যেক ব্যক্তির নিজস্ব
দায়িত্ব।
নিুলিখিত
আত্মরক্ষামূলক সরঞ্জামাদি ব্যবহার পদ্ধতি বিষয়ে আলোচনা করা হলো ঃ
নিডিল
গার্ড:
সুইং মেশিনে কাজ করার সময় যাতে নিডিল হাতে লেগে কোন
শ্রমিক আহত না হয় সেজন্য সুইং মেশিনে সঠিকভাবে নিডিল গার্ড লাগিয়ে কাজ করার অভ্যাস
করতে হবে।
আই
গার্ড:
ওভারলক এবং ফ্লাড লক মেশিনে কর্মরত শ্রমিকের চোখের
নিরাপত্তার জন্য অবশ্যই সঠিকভাবে আই গার্ড লাগিয়ে কাজ করতে হবে।
হাত
মোজা:
কাটিং মেশিনে কার্যরত প্রত্যেক শ্রমিককে অবশ্যই ধাতব
হাত মোজা (গবঃধষ ঐধহফ এষড়াবং) ব্যবহার করতে হবে। হাত মোজা শ্রমিকের হাতকে সম্ভাব্য
বিপদ থেকে রক্ষা করে। এ বিষয়ে সতর্ক দৃষ্টি দেওয়া প্রয়োজন।
কেমিক্যাল ষ্টোর এবং ডাইং এলকায় কর্মরত শ্রমিকগনকে
কেমিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাবার জন্য হাত মোজা (ঐধহফ এষড়াবং) পড়তে
হবে ।
ওয়াশিং এর কাজে নিয়োজিত সকলকে হাত মোজা (ঐধহফ এষড়াবং)
ব্যবহার করতে হবে।
হাত
মোজা ব্যবহার বিধিঃ
·
প্রথমে দেখে নিতে হবে হাত মোজাটি হাতে সঠিকভাবে
লাগছে কিনা।
·
শ্রমিক হাত মোজা ব্যবহার করছে কিনা তা
ফ্লোর-ইনচার্জ ও সংশ্লিষ্ট ব্যক্তি তদারক করবেন।
·
হাতমোজার কার্যকারিতা মাঝে মাঝে পরীক্ষা করতে হবে।
·
কোন ত্র“টি দেখা দিলে ফ্লোর-ইনচার্জকে জানাতে হবে ও
প্রয়োজনে বদলে নিতে হবে।
·
লক্ষণীয় এটি শ্রমিকের নিরাপত্তার জন্য অপরিহার্য।
তাই এটি পরতে যতœবান
হউন।
মুখোশঃ
যারা আমাদেও কারখানাতে কাটিং সেকশন ও সুইং সেকশনে
কাজ করেন তাদেও জন্য কাপড়ের মাস্ক বা ডাষ্ট মাস্ক এবং ডাইং এলাকায় কর্মরতদেও জন্য
কেমিক্যাল মাস্ক ব্যবহার অত্যন্ত জরুরী। প্রধানতঃ কাপড় ডাইং করার সময়, কাটার সময়
এবং সুইং মেশিনে কাজ করার সময় এক ধরণের ময়লা তৈরী হয় যা অত্যন্ত হালকা এবং বাতাসে
ভেসে বেড়ায়, নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে এই অতি ক্ষুদ্র ময়লাগুলি শ্রমিকদেও
শ্বাসনালীতে প্রবেশ কওে তাদেও শারীরিক ক্ষতির কারণ হতে পারে। এই মাস্কটি তাকে
সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করবে।
মুখোস
(মাস্ক) ব্যবহার বিধি ঃ
·
প্রথমে দেখে নিতে হবে যে মুখোশটি ( মাস্ক ) সরবরাহ
করা হয়েছে তা মাপ মতো কিনা।
·
পরীক্ষা কওে দেখে নিতে হবে কোন ত্র“টি আছে কিনা,
থাকলে ফ্লোর-ইনচার্জকে বলতে হবে।
·
ফ্লোর-ইনচার্জ ও সুপারভাইজার সংশ্লিষ্ট শ্রমিককে
মুখোশ ব্যবহার শিক্ষা দেবে এবং তা ব্যবহার করছে কিনা তা তদারক করবে।
·
এই মুখোশটি (মাস্ক) স্বাস্থ্যজনিত সমস্যা থেকে
রক্ষা করবে, তাই সকলকে মুখোশ (মাস্ক) ব্যবহাওে সতর্ক হতে হবে। হাউস কিপিং
সংগৃহীত
0 Comments