
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ পঞ্চাদশ অধ্যায় (ধারা ২৩২-২৫২) এ
কোম্পানীর মুনাফায় শ্রমিকের অংশগ্রহণ (Workers’ Participation in Companies
Profits) সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আইনের জটিল ভাষা সহজভাবে
উপস্থাপনের লক্ষ্যে এবং সকলের বোঝার সুবিধার্থে সংক্ষিপ্তকারে এই অধ্যায় সম্পর্কে
আলোচনা করা হলো। তবে এই আলোচনায় কোন ব্যাপারে কোন অস্পষ্টতা অথবা কোন
অসামঞ্জস্যতা প্রতীয়মান হলে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ২৩২-২৫২ দেখার অনুরোধ করা
হলো।
কোন
প্রতিষ্ঠানের জন্য ওয়ার্কার পার্টিসিপেশন ইন কোম্পানী প্রফিট ফান্ড তৈরি
বাধ্যতামূলক?
কোন
হিসাব বছরের শেষ দিনে প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধনের পরিমাণ অনুন্য এক কোটি টাকা
অথবা স্থায়ী সম্পদের মূল্য অনুন্য দুই কোটি টাকা অথবা শতভাগ রপ্তানীমুখী শিল্প
প্রতিষ্ঠান হলে, সেই প্রতিষ্ঠানে ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন ফান্ড তৈরি করতে
হবে।
এছাড়া
সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা অন্য কোম্পানী ও প্রতিষ্ঠান এবং বৈদেশিক
মুদ্রা বিনিয়োগকারী শিল্প সেক্টরের ক্ষেত্রে সরকার বিধি দ্বারা এই ফান্ড তৈরি
করতে পারবে।
কতদিনের
ভিতর তহবিল গঠন করতে হবে?
তহবিল
গঠনের প্রযোজ্য হইবার তারিখ হইতে এক মাসের মধ্যে একটি শ্রমিক অংশগ্রহণ তহবিল
(Participation Fund) ও একটি শ্রমিক কল্যাণ তহবিল (Workers’ Welfare Fund) গঠন করা
হবে।
তহবিল
মূল্য কত হবে?
কোম্পানীর
নীট মুনাফার ৫% অর্থ ৮০:১০:১০ অনুপাতে যথাক্রমে অংশগ্রহণ তহবিল, কল্যান তহবিল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০০৬ এর ধারা ১৪ এর অধীন স্থাপিত শ্রমিক কল্যাণ
ফাউন্ডেশন তহবিলে প্রদান করিবে।
কতদিনের
ভিতর তহবিলের অর্থ বন্ঠন করতে হবে?
কোম্পানির
অর্থ বছর শেষ হওয়ার নয় (০৯) মাসের ভিতর উপরে উল্লেখিত হারে উল্লেখিত তহবিলে অর্থ
প্রদান করবেন।
কিভাবে
তহবিল পরিচালিত হবে?
তহবিল
পরিচালনার জন্য একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হবে। ট্রাস্টি বোর্ডে চারজন্য সদস্য
থাকবে। এরভিতর দুইজন Collective Bargaining Agent (CBA) কর্তৃক মনোনীত সদস্য, যদি
কোন কোম্পানীতে CBA না থাকে তাহলে কোম্পানীর শ্রমিকগণ কর্তৃক মনোনীত সদস্য এবং
অন্য দুইজন কোম্পানীর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত হবেন, যার ভিতর একজন
কোম্পানীর হিসাব শাখা হইতে মনোনীত ব্যক্তি।
ট্রাস্টি
বোর্ডের সদস্যগণ পালাক্রমে শ্রমিক প্রতিনিধি ও ব্যবস্থাপনা প্রতিনিধির ট্রাস্টি
বোর্ডের সদস্য হইতে একজনকে প্রতি বছরের জন্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান
নির্বাচিত করবেন। তবে প্রথম চেয়াম্যান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যগণের মধ্য
হতে হবেন।
তবে
সরকার যদি এই মত পোষণ করে যে, ট্রাস্টি বোর্ড সুষ্ঠভাবে পরিচালিত হচ্ছে না,
সেক্ষেত্রে ট্রাস্টি সদস্যগণের কারণ দর্শনা আদেশ সহ ট্রাস্টি বোর্ড অথবা ট্রাস্টি
বোর্ডের যেকোন সদস্যের সদস্যপদ বাতিল/অপসারণ করিতে পারবে এবং ট্রাস্টি বোর্ডের
সদস্যদের ক্ষমতা ও দায়িত্ব বন্টন করতে পারবে।
সরকার
কর্তৃক কোন ট্রাস্টি বোর্ড, সদস্য বা বোর্ডের চেয়ারম্যানের সদস্যপদ অপসারণ করা
হইলে উক্ত সদস্যবৃন্দ পুনরায় পুনরায় পুনঃনির্বাচিত বা মনোনীত হতে পারবেন না।
কোথায়
তহবিলের অর্থ বিনিয়োগ করা যাবে?
কোম্পানী
ব্যাংক হারের আড়াই শতাংশ অধিক হারে অথবা উহার সাধারণ শেয়ারের জন্য ঘোষিত মুনাফার
হারের পঁচাত্তর শতাংশ হারে, যাহা অধিক হবে, সেই হারে প্রদানের নিমিত্তে অংশগ্রহণ
তহবিল (Participation Fund)
এর অর্থ কোম্পানী ব্যবসায় পরিচলনার কাজে ব্যবহার করতে পারবে।
এছাড়াও
কোম্পানী ট্রাস্টি বোর্ডকে অংশগ্রহণ তহবিল (Participation Fund) এর অর্থ নিচে
উল্লেখিত ক্ষেত্রে বিনিয়োগ এর পরামর্শ দিতে পারবেনঃ
১.
I.C.B মিউচুয়াল ফান্ড সার্টিফিকেট
২.
I.C.B ইউনিট সার্টিফিকেট
৩.
ডিফেন্স, পোস্ট সেভিং সার্টিফিকেট ও সরকারী সিকিউরিটিজ
৪.
সরকার কর্তৃক অনুমোদিত অন্য যেকোন সিকিউরিটিজ
আর
কল্যাণ তহবিল (Workers’ Welfare Fund) এর অর্থ ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্তক্রমে
ব্যবহৃত হবে এবং ট্রাস্টি বোর্ড তৎসম্পর্কে সরকারকে অবহিত করবেন।
কারা
সুবিধাভোগ করবেন?
কোম্পানীর
মালিক কিংবা অংশীদার কিংবা পরিচালনা পর্ষদের সদস্য ব্যতিত পদমর্যাদা নির্বিশেষ
উক্ত কোম্পানীতে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী/শিক্ষানবিশ, যিনি কোম্পানীতে
অনুন্য নয় মাস যাবত চাকুরীতে নিযুক্ত রহিয়াছেন। তবে, কোন হিসাব বছরে কোন
সুবিধাভোগীর চাকুরীর বয়স অনুন্য ছয়মাস পূর্ণ না করলে তিনি উক্ত বছরের
তহবিলদ্বয়ে অংশগ্রহণ করতে পারবেন না।
কি
পরিমাণ সুবিধা ভোগ করবেন?
প্রত্যেক
বছর অংশগ্রহণ তহবিল (Participation Fund) এর জমাকৃত অর্থের দুই-তৃতীয়াংশ সমান
অনুপাতে সকল সুবিধাভোগীগণের মধ্যে নগদে বন্টন করা হইবে। এছাড়াও অবশিষ্ট
এক-তৃতীয়াংশ নির্ধারিত বিনিয়োগখাতে বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা সমান অনুপাতে
বন্টন করা হইবে।
যদি
কোন সুবিধাভোগীর চাকুরী বরখাস্ত বাদে অন্যকোনভাবে অবসান করা হয় অথবা স্বেচ্ছায়
কোম্পানীর চাকুরী ত্যাগ করে, তাহা হইলেও তিনি এই তহবিলদ্বয়ের সুবিধাপ্রাপ্ত হবেন।
উৎস
কর ও করমুক্ত আয় সুবিধাসমূহ
কোম্পানীর
ক্ষেত্রে তহবিলসমূহে বরাদ্দকৃত অর্থের উপর কোম্পানীকে কোন কর প্রদান করতে হবে না।
তহবিলের
সুবিধাপ্রাপ্তদের অর্থ প্রদানের সময় কোম্পানী প্রদত্ত অর্থের উপর ৫% উৎস কর কর্তন
করবে।
তবে,
উক্ত তহবিল থেকে প্রাপ্ত অর্থ হতে সুবিধাভোগীগণ তাদের আয়ের বিপরীতে ৫০,০০০ টাকা
পর্যন্ত করমুক্ত আয়ের সুবিধা পাবেন।
ট্রাস্টি
বোর্ডের অবস্থান কোথায় হবে?
ট্রাস্টি
বোর্ডের কার্যালয় কোম্পানী রেজিস্ট্রিকৃত প্রধান কার্যালয়ে স্থাপিত হবে।
ট্রাস্টি
বোর্ডের খরচ কে বহন করবে?
ট্রাস্টি
বোর্ডের হিসার রক্ষণসহ সকল খরচ কোম্পানী বহন করবে।
তহবিলের
হিসাব কিভাবে নিরীক্ষা করা হবে?
কোম্পানীর
আয়-ব্যয় হিসাব যেভাবে প্রতি বছর নিরীক্ষা করা হয়, একইভাবে ট্রাস্টি বোর্ডের
তহবিলের হিসাব নিরীক্ষা করতে হবে।
একাধিক
শিল্পসম্পর্কিত কাজের রত কোম্পানীর বোর্ড গঠন বিধান
কোন
কোম্পানীর একাধিক শিল্প কাজে রত একাধিক অফিস বা ইউনিট থাকলে কোম্পানীর অনুরোধক্রমে
সরকার স্ব স্ব অফিসে স্বতন্ত্র ট্রাস্টি বোর্ড গঠন ও পরিচালনা করতে পারবে।
সেক্ষেত্রে এই অধ্যায়ের বিধানাবলী এমনভাবে প্রযোজ্য হবে যেন উহার প্রত্যেক অফিস বা
ইউনিট একটি কোম্পানী।
জরিমানা
যদি
কোম্পানী বাংলাদেশ শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ী কোম্পানীর মুনাফায় শ্রমিকের
অংশগ্রহণ তহবিল গঠনে বাধ্যবাধতা থাকা সত্ত্বেও এই তহবিল গঠনে ব্যর্থ হয় অথবা এই
সংক্রান্ত সরকারের কোন আদেশ পরিপালন না করে সেক্ষেত্রে কোম্পানীর প্রত্যেক
পরিচালক, উহার ব্যবস্থাপক বা ব্যবস্থাপনার কাজের সাথে জড়িত যেকেউ অথবা ট্রাস্টি
বোর্ডের চেয়ারম্যান বা সদস্য ব্যবস্থাপনার নিয়োজিত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে
অনধিক ১ লক্ষ টাকা এবং ব্যর্থতার প্রথম তারিখের পর হইতে প্রতিদিনের জন্য ৫ হাজার
টাকা জরিমানা আরোপ করে ৩০ দিনের মধ্যে জরিমানা পরিশোধের জন্য সরকার নির্দেশ প্রদান
করতে পারে। পুনরায় কোন রুপ আইনের বিধান অথবা সরকারের আদেশ পালনে ব্যর্থ হলে তাহার
বিরুদ্ধে দ্বিগুন জরিমানা আরোপিত হবে।
বিরোধ
নিষ্পত্তি
তহবিলদ্বয়ের
প্রশাসন সংক্রান্ত ব্যাপারে ট্রাস্টি বোর্ড এবং কোম্পানীর মধ্যে কোন মতবিরোধ দেখা
দিলে, বিষয়টি সরকারের কাছে পেশ করত সরকাররের সিদ্ধান্ত চুড়ান্ত হবে।
তহবিলদ্বয়ের
সুযোগসুবিধা সংক্রান্ত সম্পর্কে ট্রাস্টি বোর্ড অথবা কোম্পানীর বিরুদ্ধে কোন
শ্রমিকের কোন অভিযোগ থাকলে এখতিয়াভুক্ত শ্রম আদালতে আবেদন করতে পারবে।
Collected From:
.com
Collected From:

0 Comments