বিঃদ্রঃ
আমাদের প্রকাশিত আর্টিকেলসমূহ লেখকের সম্পূর্ণ ব্যক্তিগত মতামত)
যারা
COMPLIANCE নিয়ে কাজ করেন তাদের অনেকের কাছেই COMPLIANCE এর সংজ্ঞা নিয়ে
বিভ্রান্তি আছে, আমি যখন অনেকের ইন্টারভিউ নিয়েছি তখন ব্যাপারটা লক্ষ্য করেছি,
আবার যখন কোথাও ইন্টারভিউ দিতে গিয়েছি তখনও ব্যাপারটা লক্ষ্য করেছি, মজার বিষয়
হচ্ছে কিছু ক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডের প্রশ্নকর্তা নিজেই জানেন না সঠিক উত্তর কি
হবে। তার থেকেও আরও মজার বিষয় হচ্ছে কিছু COMPLIANCE ট্রেইনারও বিষয়টা সঠিকভাবে
জানেন না এবং ছাত্রছাত্রী দের ভুল শিখিয়ে থাকেন।
যা
হোক, COMPLIANCE এর সঠিক ডেফিনেশন বা সংজ্ঞা দেবার আগে সবার কাছে একটা প্রশ্ন
রইলোঃ
১০০/
২০০ বা ৩০০ বছর পূর্বে যখন গার্মেন্টস-শিল্প ছিলনা, তখন কি COMPLIANCE ছিল?
হাঁ,
তখনও COMPLIANCE ছিল। তাই COMPLIANCE এর সংজ্ঞা জিজ্ঞেস করা হলে তোতা পাখির মত
বলার প্রয়োজন নাই যে, “বায়ার এর কোড অব কন্ডাক্ট এবং শ্রম আইন মেনে চলাই হল
COMPLIANCE কারণ উত্তরটা
পুর্ন নয়।
হাঁ,
উত্তরটা সঠিক হতো যদি আপনাকে জিজ্ঞেস করা হতো যে,গার্মেন্টস শিল্পের প্রেক্ষাপটে
COMPLIANCE বলতে কি বুঝেন?
অনেক
বিষয়ে আর অনেক কিছুতেই COMPLIANCE থাকতে পারে যেমন, Financial Compliance,
Regulatory Compliance, Legal Compliance, Medical Compliance, Compliance in
Accounting, Compliance in HR, Compliance in Banking, Compliance in Supply
Chain, Compliance in Project Management, এমনকি Battle Field বা যুদ্ধ ক্ষেত্রেও
COMPLIANCE আছে ।
Oxford
Dictionary, Cambridge Dictionary হতে COMPLIANCE এর সংজ্ঞা, এবং ভারত-বাংলাদেশের
প্রাচীনতম ও জনপ্রিয় Sree Asutosh Dev স্যার এর Eng to Bangla Dictionary হতে
COMPLIANCE এর বাংলা অর্থ এইখানে দেওয়া হল, তাছারা অধুনা Wikipedia তে COMPLIANCE
এর সংজ্ঞা কি তাও দেওয়া হল। সবখানেই COMPLIANCE এর সংজ্ঞা খুব সংক্ষিপ্ত।
1.
Oxford
Dictionary : The action or fact of complying with a wish or command.
2.
Cambridge
Dictionary : The act of obeying an order, rule, or request.
3.
AT Dev
এর Dictionary তে COMPLIANCE এর বাংলা করা হয়েছে “সন্মতি”
4.
Wikipedia
: Compliance means conforming to a rule, such as a specification, policy,
standard or law
লেখকঃ
কাজী দীপু
ডিজিএম এন্ড হেড অব এইচ.আর, সিন সিন গ্রুপstrong
strongই-মেইলঃ
ksadeepu@yahoo.comstrong
0 Comments