১।
লোডিং এবং আনলোডিং কাজে এর পূর্বে নির্দিষ্ট স্থানটি চেইন অথবা বেষ্টনী দ্বারা
নিরাপত্তা বেষ্টনী তৈরী করা হয় যাতে কর্তব্যরত কর্মকর্তা ও শ্রমিক ব্যতীত অন্য কেউ
সেখানে প্রবেশ করতে না পারে।
২।
দুইজন নিরাপত্তা প্রহরী ও একজন স্টোর কর্মকর্তার উপস্থিতিতে মালামাল নিরাপত্তা
বেষ্টনীর ভেতরে লোডিং বা আনলোডিং করা হয়।
৩।
নির্দিষ্ট মালামাল ব্যতীত যাতে অন্য কোন মালামাল লোডিং বা আনলোডিং না করা হয়
সেদিকে নিরাপত্তা প্রহরী সজাগ দৃষ্টি রাখেন। তাছাড়া সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত
কল্পে লোডিং কাজে ব্যবহৃত স্থানটি CCTV (ক্লোজ সার্কিট টেলিভিশন) ক্যামেরা দ্বারা
সর্বক্ষন নজরদারী করা হয়।
৪।
লোডিং-আনলোডিং কাজে ব্যবহৃত স্থানে কর্তব্যরত শ্রমিক ও কর্মকর্তাকে সনাক্ত করার
জন্য তাহাদের ছবি প্রদর্শিত থাকতে হবে। অন্য কোন পরিচিত বা অজ্ঞাত লোক সেখানে
প্রবেশ করতে পারবে না।
৫।
নির্দিষ্ট মালামাল ছাড়া অন্য কোন মালামাল বা অজ্ঞাত লোক যদি সেখানে অনাকাঙ্খিতভাবে
প্রবেশ করে তাহলে সঙ্গে সঙ্গে নিরাপত্তা প্রহরী ও দায়িত্বরত ষ্টোর কর্মকর্তা তা
চ্যালেঞ্জ করবেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।
৬।
লোডিং -আনলোডিং কাজে নিয়োজিত শ্রমিকদের নির্দিষ্ট পরিচয়পত্র প্রদান করা হয়েছে।
পরিচয়পত্র বিহীন কোন শ্রমিক/ কর্মচারী সংরক্ষিত স্থানে প্রবেশ করতে পারবেন না।
৭।
মালমাল বোঝাই বা লোডিং হওয়ার পর সিকিউরিটি অফিসার ও স্টোর অফিসার মালবাহী গাড়ীটির
দরজা ISO-17712 বোল্ট সীল দ্বারা লক করবেন এবং লোডিংকৃত মালামাল এর তালিকা
ড্রাইভারের নাম, পরিবহন নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি নথিভূক্ত করেন।
৮।
মালামাল বোঝাই বা লোডিং হওয়ার পর পণ্যবাহী পরিবহনের চালককে নির্দিষ্ট গন্তব্যে
(শিপিং ডকে) পৌছানোর লক্ষ্যে একটি রুট ম্যাপ বা গন্তব্য পথের চিত্র প্রদান করা হয়
যাতে উক্ত মালবাহী পরিবহনটি নিরাপদে গন্তব্যে পৌছাতে পারে।
৯।
বোঝাইকৃত মালামালের চালানের একটি কপি শিপিং এজেন্টের নিকট প্রদান করা হয়। শিপিং
এজেন্ট চালানে উল্লেখিত বোল্ট সীল নাম্বার ও কার্টুনের পরিমান মিলিয়ে দেখার পর
উক্ত মাল খালাস করার অনুমতি প্রদান করবেন।
১০।
শুধুমাত্র লোডিং-আনলোডিং কাজে ব্যবহৃত পরিবহন ছাড়া অন্য কোন গাড়ী বা পরিবহন উক্ত
স্থানে পার্কিং করা যাবে না।
১১।
নির্দিষ্ট (লোডিং-আনলোডিং) স্থানে রাত্রিকালীন মালামাল বোঝাই বা খালাসের প্রয়োজনে
পর্যাপ্ত আলো সরবরাহের জন্য সেখানে সংযোজিত ফ্লাড লাইটগুলো জ্বালাতে হবে।
১২।
মালামাল লোডিং এবং আনলোডিং এর পূর্বে চালান বা ওহাড়রপব-এ উল্লেখিত সংখ্যা ও
প্যাকিং তালিকার সাথে সাদৃশ্য আছে কিনা তা নিশ্চিত হতে হবে।
১৩।
মালামাল লোডিং এবং আনলোডিং এর সময় অবশ্যই লোডিং আনলোডিং সময়সূচী অনুসরণ করতে হবে।
কারখানায় কাজ শুরুর মধ্যাহ্ন বিরতি কালীন এবং কারখানা ছুটির সময় কোন ধরনের মালামাল
লোডিং বা আনলোডিং করা যাবে না।
১৪।
কাভার্ড ভ্যানে রপ্তানীযোগ্য মালামাল লোডিং সম্পূর্ণ করার পর কারখানার নিরাপত্তা
বিভাগের একজন কর্মকর্তা ও একজন নিরাপত্তা রক্ষী একটি মাইক্রোবাস বা মটর সাইকেলের
দ্বারা সবগুলো কাভার্ড ভ্যানকে নিরাপত্তা প্রহরার মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে
(কন্টেনার টার্মিনাল) জেটি সরকারের নিকট হস্তান্তর করিবেন। অতঃপর তা রেজিষ্টারে
নথিভূক্ত করবেন।
0 Comments