Stamp Act এর Description of Instruments

সকলের কাছে অনুরোধ শুধু Stamp Act এর Description of Instruments (2) পড়ে দেখুন

স্পষ্ট করে বলা হয়েছে -
Acknowledgement of debt exceed in One thousand taka
অর্থাৎ যদি কোনো গ্রহীতা১০০০ টাকার উপরে টাকা গ্রহণ করেন তাহলেই সেখানে ১০ টাকার স্ট্যাম্প ভ্যালু দিতে হবে।

এখন কিভাবে গ্রহণ করলে দিতে হবে সেটিও বলা আছে -
written or signed by or on behalf of a debtor
অর্থাৎ যদি গ্রহীতা বা গ্রহীতার পক্ষে লিখিত বা স্বাক্ষরের মাধ্যমে,
in order to supply evidence of such debt in any book (other than a bankers pass book) or an separate piece of paper

অর্থাৎ প্রমাণের মাধ্যমে সরবরাহ করা সেটি যেকোনো বই এমনকি ব্যাংকারস পাসবুক অথবা আলাদা একটি কাগজ
এখন কথাটি হচ্ছে ব্যাংকের মাধ্যমেও যদি স্যালারি প্রদান করা হয় তাহলেও সেটি নিশ্চয়ই কোনো কাগজে যেমন বই বা একটি কাগজে ব্যাংকে পাঠাতে হয় অথবা বিকাশ বা রকেটের মাধ্যমে দিলেও আগে কোনো কাগজে তুলে তারপরে যেকোনো ভাবে পেমেন্ট করা হয়!
এখন সর্বশেষ কথা হচ্ছে, আপনি যেভাবেই পেমেন্ট করেন না কেন ১০০০ টাকার উপরে পেমেন্ট করলেই ১০ টাকার স্ট্যাম্প দিতে হবে, এটি সরকারি খরচ Stamp Act অনুযায়ী, তাই আপনি যেভাবে ইচ্ছে দিতে পারেন তবে দিতে হবে, না দিলে আপনি সরকারি রেভিনিউ ফাকি দিচ্ছেন।

আশাকরি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।
 
Copied by @aliul kobir sir

Post a Comment

0 Comments