Higg FEM 3.0 | higg index বাস্তবায়ন কৌশল-2 By ComplianceMenu

আ‌গের পো‌স্টে Higg index এর প‌রিচয় ও এর ৭টি বিষয় নি‌য়ে কথা ব‌লে‌ছিলাম, এখন Higg FEM 3.0 বাস্তবায়নের কৌশল নি‌য়ে‌ কথা বল‌ছি।

এনভারমেন্টাল ম্যানেজমেন্ট সিষ্টেম :
যার আধিভুক্ত এনার্জি / গ্রীণ হাউজ গ্যাস নি:সরণ :

এই সেকশন এ শক্তি সম্পর্কিত সকল বিষয় আসবে, যেমনত এনার্জির উৎস গুলো কি কি, এগুলো কি মনিটরিং করা হয় কিনা, কোন কোন যন্ত্রপাতি বেশি বেশি এনার্জি গ্রহণ করে, এনার্জির বেজলাইন কত, এনার্জি কমানোর জন্য কি ধরনের লক্ষ্য এবং কিভাবে তা কমানোর প্লান করা হয়েছে ইত্যাদি।

পানির ব্যবহার :
পানির ব্যবহার সম্পর্কে বিশ্লেষণ করার আগে আপনাকে Applicability Test এর মাধ্যমে আপনার ফেসিলিটির পানির স্তরের অবস্থান দেখে নিতে হবে এবং আপনি কি পরিমাণ পানি ব্যবহার করেন তা অন্তর্ভূক্ত হবে। যদি কোন ফেসিলিটিতে প্রতিদিন ৩৫ কিউবিক মিটার এর কম পানি ব্যবহার করা হয় তাহলে সেই সেকশন পুরণ করতে হবেনা। তবে ৩৫ কিউবিক মিটার এর বেশি ব্যবহার করা হলে তা পুরণ করতে হবে। এই সেকশনের উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে পানির সকল উৎস এবং কি পরিমাণ ব্যবহার হয়, প্রধান প্রধান মেশিন/প্রসেস যেখানে সর্বোচ্চ পানি ব্যবহার হয়, পানির ব্যবহারের বেজলাইন কত এবং কমানোর টার্গেট, কিভাবে তা কমাবেন ইত্যাদি।
বায়ু নি:সরণ :
এই সেকশনে টেকনিক্যাল প্রশ্ন অনেক বেশি, তবে সব কিছুর উপর সম্পূর্ণ ধারণা পাওয়ার পর উত্তর দেয়া জরুরী। যেমন –নি:সরণ দূষণের মাত্রা জানা, কোন কোন উৎস হতে দূষণ নি:সরিত হয়, দূষণ কমানোর জন্য কোন ব্যবস্থা নেয়া আছে কিনা ইত্যা‌দি।

বর্জ্য ব্যবস্থাপনা :
বর্জ্য নিয়ে Higg বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হয় বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। যেমন- Hazardous/ Non-Hazardous waste tracking হয় কিনা, Open Burning করানো হয় কিনা, কমানোর টার্গেট কি এবং কিভাবে তা কমাবেন, বেজলাইন কত ইত্যাদি।

ক্যামিকেল ম্যানেজমেন্ট :
ক্যামিকেল ম্যানেজমেন্ট হচ্ছে একটি বিস্তারিত সেকশন যেখানে অনেক প্রশ্নের মাধ্যমে ক্যামিকেল সংক্রান্ত সব তথ্য জানার চেষ্টা করা হবে। এর মধ্যে ক্যামিকেল ইনভেন্টরী, সেইফটি ডাটা শীট, ক্যামিকেল হ্যান্ডলিং, RSL/MRSL প্রশিক্ষণ, Chemical Traceability, Chemical Compatibility, Chemical Policy, Emergency Response Plan ইত্যাদি।

পানির বর্জ্য :
পানির বর্জ্য সম্পর্কিত বিষয় আমাদের অনেকের কাছে কিছুটা নতুনভাবে আসছে। যেমনঃ এখানে গৃহপালিত এবং শিল্পকারখানার পানির বর্জ্যর বিষয়ে বিস্তারিত তথ্য নেয়া হবে। Metering, Hazardous waste কিভাবে Disposed করা হয়, কিভাবে Waste Water Test করা হয় ইত্যাদি বিষয়।
সর্বোপরি একটি পরিপূর্ণ Sustainable Resource Management বলতে যা বুঝায় তাই হচ্ছে Higg Index FEM 3.0

সংগ্রহঃ
লেখকঃ সাকির আহ্‌মেদ
Admin Officer at super protective shoes (Pvt) ltd

Post a Comment

0 Comments