Higg index নিয়ে কিছু কথাঃ
Higg Index নিয়ে আমরা প্রায়ই এখন কম বেশি অনেক কথা শুনি, অনেকেরই Higg
index নিয়ে অনেক কৌতুহল আছে। আজ Higg FEM 3.O নিয়ে কিছু বিষয় আলোচনা করতে
ট্রাই করব, যাতে আপনারা এই বিষয় সম্পর্কে জানতে পারেন ।
Higg এর উৎপত্তি :
২০০৯ সালে পেন্টাগোনিয়া এবং ওয়ালমার্ট প্রথম উপলব্ধি করতে থাকলো যে,
ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে কোন কিছু করতে পারলেই সেই উন্নয়ন হয়
দীর্ঘস্থায়ী এবং টেকসই। যাতে কোন পাশ বা ফেল থাকবে না। অডিট হলে সবার একটা
ধারণা থাকে এটা পাশ বা ফেল, কিন্ত Higg হবে এমন একটা প্লাটফর্ম যেখানে
থাকবে নিজ বাস্তব অবস্থা এবং এই অবস্থা হতে ক্রমান্নয়ে উন্নয়ন ঘটাবে এবং
সাসটেনিবিলিটির ধারাবাহিক চর্চা করবে। দুইটি ব্যান্ড প্রথমে তার উপলব্ধি
অন্যান্যদের মধ্যে আলোচনার করে যার মাধ্যমে অন্য সকল ব্যান্ড একসাথে
সংঘটিত হয়ে SAC (Sustainable Apparel Coalition ) তৈরী করেন এবং যাত্রা
শুরু করেন। ইতিমধ্যে ২০০ এর অধিক ব্যান্ড, রিটেইলার,ম্যানুফেকচারার এবং NGO
, Governmentও এর সাথে জড়িত আছেন। SAC এর ভিশন হচ্ছে Apparel, Footwear
এবং Textile হতে অপ্রয়োজনীয় বা পরিবেশের ক্ষতি করে এমন উপাদানসমূহ কমানো,
যার সাথে মানুষ এবং জীবের সম্পর্ক রয়েছে।
Higg এর নামের ইতিহাস :
২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত একটা কোয়ালেশন তৈরী হয় এবং প্রথম Higg
index 1.0 guideline তৈরী করেন। কিন্তু এটার নামকরন নিয়ে SAC এর Executive
Director Mr. Jason Kibbey চিন্তিত ছিলেন। ২০১২ সালে Dr. Peter Ware Higg
এক অসামান্য কৃতিত্বের জন্যে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কৃত হবেন বলে শোনা
যাচ্ছিল, যিনি ভাসমান উপাদান কনাকে পূর্ণরুপ সূত্রের ব্যাখ্যা প্রধান
করেন। এই ঘটনায় উদ্বুদ্ধ হয়ে Mr. Jason Kibbey এর নামকরন করেন Higg এবং
Index যোগ করেন যাকে তিনি এক মাত্রা বা Score হিসাবে ব্যাখ্যা করেন। তারপর
থেকে ইহা Higg index নামে পরিচিত হয়। দুইটি ভাগে পুরো Higg index কে
ব্যাখ্যা করা হয়, যার জন্য দুইটি মডিউল তৈরী করা হয়। একটি হচ্ছে ফেসিলিটি
এনভারমেন্ট মডিউল এবং অন্যটি হচ্ছে ফেসিলিটি সোস্যাল মডিউল। আজ
এনভারমেন্টাল মডিউল নিয়ে কথা বলছি।
Higg FEM 3.O কি ?
কোন প্রতিষ্ঠানের বা value added supply chain এনভারমেন্টাল উন্নয়নের জন্য
এটি হচ্ছে ১টি স্ট্যান্ডার্ড। যাতে মোট ৭টি বিষয়ের উপর গুরুত্ব দেয়া হয়েছে।
এগুলো হচ্ছে –
১. এনভারমেন্টাল ম্যানেজমেন্ট সিষ্টেম, ২. এনার্জি ও গ্রীণ হাউজ গ্যাস, ৩.
পানির ব্যবহার, ৪. পানির বর্জ্য, ৫. বায়ু নিঃসরণ, ৬. বর্জ্য ব্যবস্থাপনা
এবং ৭. ক্যামিকেল ব্যবস্থাপনা।
FEM 3.O এর Structure অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়। যথা-
ধারাবাহিক উন্নয়ন অধ্যায়ে আছে– এনার্জি, পানির ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনা।
দূষণ সীমাবদ্ধের অধ্যায়ের মধ্যে আছে– পানির বর্জ্য এবং বায়ু নি:সরণ ।
ব্যবস্থাপনা অধ্যায়ের মধ্যে আছে -এনভারমেন্টাল ম্যানেজমেন্ট সিষ্টেম এবং ক্যামিকেল ম্যানেজমেন্ট।
১: ধারাবাহিক উন্নয়নের অধ্যায় – এক্ষেত্রে প্রথমে ভালভাবে ভাবতে হবে আপনার
এনার্জি, পানি এবং বর্জ্যের উৎসগুলো কি কি, কোন কোন প্রধান যন্ত্রপাতির
জন্য সর্বোচ্চ ব্যবহার করা হয়, আপনার বেজলাইন স্কোর, এটি কমানোর টার্গেট
এবং বিস্তারিত কমানোর প্লান, কি পরিমাণ কমানো হয়েছে এবং প্রধান
প্রতিবন্ধকতাগুলো কি কি।
২: দূষণ সীমার মধ্যে থাকবে প্রধান উৎস এবং তার পরিমাণ আপনার দূষণের মাত্রা
এবং এর সীমার কত, কি করলে মাত্রা কমবে এবং প্রধান ক্ষেত্রগুলো কি কি ।
৩: ম্যানেজমেন্ট অধ্যায়ে থাকছে উক্ত বিষয়ে সকল স্টাফ ভালভাবে জানে কিনা,প্র
য়োজনীয় আইন কানুন, দীর্ঘ ও স্বল্পমেয়াদি গোল, ম্যানেজমেন্টের করণীয় কি এবং
বাস্তবিকভাবে দেখানো হচ্ছে কিনা ইত্যাদি।
আজ এ পর্যন্ত, আশাকরি higg index সম্পর্কে আপনারা কিছুটা হলেও ধারনা
পেয়েছেন। পরের পোস্টে বাস্তবায়ন কৌশল নিয়ে কথা বলব, ধন্যবাদ।
সংগ্রহঃ
লেখকঃ সাকির আহ্মেদ
Admin Officer at super protective shoes (Pvt) ltd
0 Comments