প্রভিডেন্ট ফান্ডের সুদের হার
বাংলাদেশ শ্রম বিধিমালার বিধি-২৬৬ অনুযায়ী একজন কর্মী তার মোট জমা এবং মুনাফার ৮০% ঋন হিসাবে গ্রহন করতে পারবেন।
উক্ত ঋন তিনি মোট ৬০টি কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
কিন্তু ঋনের সুদের হার কত হবে?
শ্রম বিধিমালার বিধি-২৬৬(৪) অনুযায়ী "গৃহীত অর্থ সমানভাগে ভাগ করিয়া যত কিস্তিতে মূল অগ্রিম পরিশোধ হইবে,অগ্রিমের সুদ হিসাবে উহার চাইতে একটি অতিরিক্ত কিস্তি পরিশোধ করিতে হইবে"
তার অর্থ হল:
কোন কর্মী যদি ৬০,০০০/- টাকা ঋন নেয় এবং সে ৬০টি কিস্তিতে তা পরিশোধ করতে চায়।
তাহলে ৬০ কিস্তি দিবে ১০০০ টাকা করে এবং ১০০০/- টাকার ১টি কিস্তি বেশি দিবে।
মোট ৬১০০০/- টাকা দিবে, এখানে অতিরিক্ত ১০০০/- টাকাই হল সুদ।
0 Comments