Stakeholders

Stakeholders শব্দটা আমরা প্রায়শই শুনে থাকি, এর সংজ্ঞা কি ? বা Stakeholders শব্দটা দিয়ে কি বুঝান হয় ?

যেমন আজ আমার এক ছোট ভাই তৌফিক ফোন করে বল্ল, কোন এক অডিটে তাদের কোম্পানিকে অডিটটর একটা নন কনফার্মমিটি ফাইন্ডিংস দিয়েছে যে, তারা তাদের বিজনেস এর বিভিন্ন ইথিকাল স্ট্যান্ডারড এবং ডেভেলপমেন্ট বিষয়ে তাদের Stakeholders দের সাথে কমুনিকেট বা নিয়মিত পরামর্শ করেনা।
কমুনিকেট বা নিয়মিত পরামর্শতো করা যাবে, কিন্তু কাদের সাথে করবে ? কারা এই Stakeholders?
সবার গেতার্থে শেয়ার করলাম, পেশাগত বা জব ইন্টার্ভিউ উভয় ক্ষেত্রে জেনে রাখলে কাজে আসবে।

খুব সংক্ষেপে Stakeholders অর্থঃ
A person, group or organization that has interest or concern in an organization.
Stakeholders can affect or be affected by the organization's actions, objectives and policies.

Some examples of key stakeholders are Creditors, Directors, Employees, Government (and its agencies, যেমন কলকারখানা অধিদপ্তর, এনবিআর ইত্যাদি), Owners (shareholders), Suppliers, Trade Associations (DCCI / BGMEA / REHAB), Unions (পিসি কমিটি), and the community (স্থানীয় এলাকা / জনগন) from which the business draws its resources.
.
ধন্যবাদ
কাজী দীপু / #Kazi_Deepu

Post a Comment

0 Comments