গল্প থেকে শিখি: মগডালের কাক ও মোরগের গল্প

এক বনে একটা দাড় কাক ছিল, সে নিয়মিত গাছের মগডালে বসে ঝিমাতো । গাছটার নিচে দাড়িয়ে এক মোরগ তাকিয়ে দেখতো আর ভাবতো.. আহা! কাক টির কতো সুখ..কোন কাজ নাই ..প্যানা নাই, কোন টেনশান নাই, বসে বসে ঝিমায়।
একদিন মোরগ, কাক কে জিজ্ঞাসা করলো ? আচ্ছা ভাই তুমি যে ভাব নিয়ে বসে থাকো, কাজ করো না, সারাদিন ঝিমাও.. কেমন লাগে?
কাক বললো, হুম দারুণ, আমি বসে বসে নানা কিছু ভাবি ..ভালোই লাগে..নিজেকে মাঝে মাঝে দার্শনিক মনে হয়।
মোরগ বললো, ভাই কাক আমারও তোমার মত কাজ না করে বসে থাকতে ইচ্ছা করে, তোমার মত ঝিমাতে যদি পারতাম, ভালোই মজা হত, কি বলো ভাই।
কাক বললো ঝিমাও, বসে থাক, মানা তো কেও করে নি। কাকের কথা মোরোগটার পছন্দ হলো ।
গাছের নিচে মোরগ কাকের মত ঝিম মেরে বসে থাকা শুরু করলো। মনে মনে বলতে লাগলো আহা কি মজা ।
গছের পাশদিয়ে একটা শিয়াল যাওযার সময় দেখলো একটা মোরগ চোখ বন্ধ করে ঝিমাচ্ছে….
শিয়াল সুযোগ পেয়ে মোরগ টার গাঢ় মটকে নিয়ে পালিয়ে গেল।
এসব দেখে কাক বললো: ওহে গাধা মোরগ তুমি ঝিমাবা গাছের উপরে বসে ঝিমাও..নিচে ঝিমালে এমনই তো হবেই ।

শিক্ষা: নিজেকে উচ্চতম স্থানে না নিয়ে বা যোগ্যতার উন্নয়ন না ঘটিয়ে, অন্যর অবস্থান দেখে ইশ্বান্বিত হওয়া ও তার মত হবার চেষ্টা করা বোমকামি ছারা আর কিছু নয়।

Collected & Courtesy by:
H.A.Mamun
HR & OD Professional, Trainer & Mgt.Consultant

Post a Comment

0 Comments