গল্প থেকে শিখি : গাধা ও শিয়ালের তর্ক !

বনে এক গাধা ঘাস খাচ্ছিল আর তার পাশ দিয়ে এক শিয়াল যাবার সময়, গাধা কে বললো,
গাধা ভাই কি করছো, কেমন চলছে দিন কাল?
গাধা উত্তরে বললো, ভালোই যাচ্ছে..আর মাঠের এ লাল ঘাস গুলো খেতে খুবই মজা। তুমি খেতে পার আমার সাথে ।
গাধার উত্তর শুনে শিয়াল বললো, আরে ভাই ঘাস এর রং লাল হয় কি করে, দেখছো না সবুজ।
গাধা : ঘাসের রং তো লাল।
শিয়াল : না না সবুজ।
এ বিষয় নিয়ে বেজায় তর্ক আর মারামারি শুরু হল। দুজনে এ বির্তক মিটাতে না পেরে, বিষয়টির সমাধানের জন্য বনের রাজা সিংহের কাছে গিয়ে সমাধান চাইলো।
সিংহ বিন্তারিত শুনে, রায় দিলেন- গাধাকে ছেড়ে দাও আর শিয়ালের পাছায় ১০ টি বেতের বারি দাও।
গাধা রায় শুনে খুশিতে নাচতে নাচতে চলে গেল।
শিয়াল মনে দারুন কষ্ট নিয়ে সিংহকে বললো: হুজুর, ঘাস কি সবুজ নয়?
সিংহ বললো : আরে গাধা ঘাস যে সবুজ , সে কি আমি জািন না?
শিয়াল বললো: তাহলে আমাকে বেতের বারি দিলেন কেন মহারাজ?
সিংহ: তুই বুদ্ধিমান হয়ে, সব জেনে গাধার মত গাধার সাথে তর্ক আর মারামারি করতে গেলি কেন?
এটাই তোর অপরাধ!
শিক্ষা:
১. কারো সাথে তর্ক বা বিবাদ করবেন না। সে আপনাকে তার পর্যায়ে টেনে নামাবে।
২. তর্কে জয় লাভের বড় উপায় হল, তর্ক থেকে নিজেকে প্রত্যাহার করা ।

Post a Comment

0 Comments