কমপ্লায়েন্স বলতে আমরা কি বুঝি বা কমপ্লায়েন্স এর সংজ্ঞা কি?

Compliance এর আভিধানিক   অর্থ (Dictionay Meaning) হলো:
*Comply করা
*Adapt করা
*Matching করানো
* সামঞ্জস্য বিধান করা ইত্যাদি।

অপর দিকে-
Compliance এর প্রফেশনাল  Meaning হলো-
*কোন কিছু মেনে চলা বা

*কোন কিছু মেনে চলার অংগীকার বা

*কোন কিছু মেনে আবার সেটার  যথাযথ বাস্তবায়ন করা ইত্যাদি ইত্যাদি।

এক কথায়,
Compliance অর্থ হলো-
**প্রতিপালন করা।

স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগতে পারে
কি/ কিসের প্রতিপালন করা??

উত্তর হলো-
*প্রযোজ্য আইনের শর্ত (Requirements of Applicable Laws) প্রতিপালন করা,

*প্রযোজ্য বিধি-বিধানের শর্ত (Requirements of Applicable Rules & Regulations) প্রতিপালন করা,

*প্রযোজ্য মান্দনডের শর্ত (Requirements of Applicable Standards) প্রতিপালন করা,

*সম্মানিত ক্রেতা সাধারনের শর্ত  (Requirements of Honorable Buyers) প্রতিপালন করা ইত্যাদি।

**আর এসকল কিছুর  যথাযথ প্রতিপালন করাই হচ্ছে কমপ্লায়েন্স ( Compliance)।

-------------------------------
এখন প্রশ্ন হলো,  Compliance কত ধরনের বা কত প্রকারের হয়ে থাকে??

কি বন্ধুরা!  আপনাদের মনেও কি এই ধরনের প্রশ্ন আসতে পারে না!!!
--------------------------------
হ্যা, আসতেই পারে। চলুন জেনে নেওয়া  যাক   Compliance কয় ধরনের বা প্রকারের হয়ে থাকে।

সকল কমপ্লায়েন্সকে প্রধানতঃ ৫ (পাচ) ভাগে ভাগ করা হয়ে থাকে।  সেগুলো হলো-
১) সোশ্যাল কমপ্লায়েন্স বা সামাজিক শর্তাবলী।

২) টেকনিক্যাল কমপ্লায়েন্স বা প্রকৌশগত শর্তাবলী।

৩) সি-টিপ্যাট কমপ্লায়েন্স বা নিরাপত্তা নীতিমালা।

৪) কান্ট্রি অব অরিজিন বা প্রধান উতপাদনকারী দেশের তালিকা এবং

৫) বায়ার্স কোড অব কনডাক্ট বা
ক্রেতা সাধারণের আচরণবিধি।

ধন্যবাদান্তেঃ
মোহাম্মদ আবদুর রহমান
(গ্রুপ এডমিন)
লেখক, ট্রেইনার ও কন্সালটেন্ট

Post a Comment

0 Comments