কমপ্লায়েন্স এর বেসিক কাজগুলো কি কি?


কমপ্লায়েন্স এর বেসিক কাজগুলো কি কি?
অথবা
একজন কমপ্লায়েন্স অফিসারের প্রধান দায়িত্বগুলো কি কি?
---------------------------------------------------------------------------------------------------------------------------
কমপ্লায়েন্স এর পরিসর অনেক বড়, ব্যাপক বিস্তৃত।
এক কথায়  Scope of Compliance is unlimited like Sky.
তার মধ্যেও Define করে করে আমাদেরকে কমপ্লায়েন্স এর কাজগুলো করতে হয়।
প্রতিষ্ঠানের অগ্রযাত্রায়, ক্রেতা সাধারণের শর্ত পুরণে  অর্থাত  কমপ্লায়েন্স সফল বাস্তবায়নের জন্য কমপ্লায়েন্স এর সমস্ত কাজগুলোকে
১) প্রধান/গুরুত্বপুর্ন
২) অপ্রধান/ অপেক্ষাকৃত কম গুরুত্বপুর্ন
সাধারনতঃ এই ২ ভাগে ভাগ করা হয়ে থাকে।

প্রধান/গ্রুরুত্বপূর্ন কাজগুলোর মধ্যে অন্যতম হলোঃ
১। কারখানাকে কমপ্লেইন্ড কারখানা হিসেবে তৈরি করা।
২। সঠিক শ্রমিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।
৩। ক্রেতা সাধারনের কমপ্লায়েন্স চাহিদা পুরণ করা।
৪। কারখানার সকল স্তরে প্রযোজ্য সকল আইন ও বিধি বিধানের বাস্তবায়ন করা।
৫। শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া।
৬। কমপ্লায়েন্স অডিট কার্যক্রম ( দ্বিতীয় ও তৃতীয় পক্ষ নিরীক্ষা) পরিচালনা করা।
৭। অভ্যন্তরীণ নিরীক্ষা ( InternalAudit) কার্যক্রম পরিচালনা করা।
৯। সংশোধনী উদ্যেগ (Corrective Action Plan) গ্রহণ করা।
১০। শ্রমিকের আইনগত অধিকার নিশ্চিত করা।
১১। শ্রমিকের স্বাস্থ্য  ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত  করা।
১২। শ্রমিকের কল্যাণমুলক ব্যবস্থা নিশ্চিত করা।
১৩। ঝুঁকি নিরুপন কার্যক্রম পরিচালনা করা (The Conduction of Risk Assessment)।
১৪। মালিক শ্রমিকের মাঝে সম্পর্ক উন্নত করা ও কার্যকর  যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা। অর্থাত কার্যকর শিল্প সম্পর্ক প্রতিষ্ঠা করা ইত্যাদি।
আর এই গুরুত্বপূর্ণ কাজগুলোই একজন কমপ্লায়েন্স অফিসারকে প্রতিষ্ঠানে করতে হয়।

ধন্যবাধান্তেঃ
মোহাম্মদ আবদুর রহমান
লেখক, ট্রেইনার, কনসালটেন্ট

Post a Comment

0 Comments