Sexual Harassment বা যৌন হয়রানি কি?

Sexual Harassment
বা যৌন হয়রানি বা যৌন নীপিড়ন হলো আক্রমনাত্নক আচরনের বহিঃপ্রকাশ। ইহা সাধারনত সেই সকল আচরনকে বোঝায় যার দ্বারা কেউ অস্বস্থি বা বিচলিত বোধ করেন এবং তার পুনারাবৃত্তি করা হয়।আইনের ভাষায় যার দ্বারা কাউকে পীড়া দেওয়া বা ভীতি প্রদর্শন করা বুঝায়।

যৌন হয়রানির স্বীকার ব্যক্তির নিকট যৌন হয়রানি নাছোড় বান্দা আর অনাকাঙ্খিত যৌনতার দিকে অগ্রসর করে বিশেষ করে কর্ম ক্ষেত্রে যেখানে অস্বীকার করার পরিনাম হচ্ছে সম্ভাব্য অসুবিধা।

আইনে অসৎ উদ্দেশ্যে নারীর যে কোন অঙ্গ স্পর্শ করা যৌন নীপিড়ন বা হয়রানি এমন কি নারীর পোশাক ধরে টান দেয়া, ধাক্কা দেয়া ইত্যাদি যৌন হয়রানি।

যৌন হয়রানি ৩ ভাবে হতে পারে যেমন- ১)শারীরিক ২)মৌখিক ও ৩) অ-মৌখিক।

১) শারীরিক হয়রানি-

এধরনের হয়রানি বেশ কয়েক প্রকার হতে পারে যেমন-স্পর্শ করা, আলিঙ্গন করা,


চুম্বন করা, প্রেমের ভান করা, গতি পথ রোধ করা, রেগে গিয়ে চিৎকার চেচাঁমেচি করা ইত্যাদি।


২) মৌখিক হয়রানি-

যেমন - অশ্লীল বা খারাপ ভাষায় কথা বলা,ইঙ্গিতপুর্ন কোন রসিকতা বা মন্তব্য করা,অসঙ্গত বা অনুপযুক্ত আচরন করা, ধমক দেওয়া বা ভীতি প্রদর্শন করা, যৌনতার প্রস্তাব করা, শারীরিক গঠন, রুপ,গুন, পোশাক ইত্যাদি সম্পর্কে মন্তব্য করা।

৩) অ-মৌখিক হয়রানি - সামনে পিছনে ঘুরঘুর করা, অশ্লীল ইঙ্গিত বা সংকেত বা অঙ্গভঙ্গি করা, ইঙ্গিতপুর্ন বা সংকেতপুর্ন কোন শব্দ করা বা হৈ চৈ করা বা আওয়াজ দেওয়া, যৌনতা বিষয়ের কোন ছবি বা চিহ্ন দেখানো বা কম্পিউটার কিংবা মোবাইলে প্রদর্শন করা কিংবা এ সম্পর্কে বার্তা প্রেরন করা ইত্যাদি।

আসুন আমরা সবাই মিলে আজ থেকেই এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি এবং সমাজের সকলকে এ সম্পর্কে সচেতন করে তুলি।



Collected

Post a Comment

0 Comments