Law এবং Act এর মধ্যে পার্থক্যঃ

ইংরেজী ভাষায় দুটি শব্দ দেখা যায়-Law এবং Act।

Law বলতে আইনের মূলে যে সূত্র আছে তাকে বোঝায়; যেমন- Laws on Evidence, Laws on Contract।

Act. বলতে একটি বিশেষ আইন বোঝায়, যেমন- Evidence Act, Contract Act।

সংসদ যে Law পাস কর তাকে বলে Act, এখন অবদি এ বিষয়ে একটি মাত্র শব্দের ব্যবহার দেখা গিয়েছে, কিন্তু বাংলাতে Law এবং Act এর পরিবর্তে আইন শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। যদিও আজকাল অনেকে Act এর পরিবর্তে “অধ্যাইন” শব্দটির ব্যবহার করছেন, তবে বাংলাদেশ সরকার যে দুটি অনুবাদ গ্রন্থ প্রকাশ করেছেন, সে দুটিতে Act এর স্হলে আইন শব্দ ব্যবহৃত হয়েছে। বই দুটি হচ্ছে “অংশীদারী আইন ও পন্য বিক্রয় আইন”

Post a Comment

0 Comments