♦কেমিক্যাল স্টোরে কেমিক্যাল রেস্ট্রিকশন এবং রেস্ট্রিকশন ইম্লিমেন্টেশন টুলকিট এর নতুন কপি ফাইল আপ করা আবশ্যক।
♦P.P.E. ইকুইপমন্টে যথাস্থানে সংরক্ষণ করা দরকার।
♦P.P.E এর যথাযথ ব্যবহার করতে হবে।
♦কেমিক্যাল স্টোরে কেমিক্যাল এর ফরম্যাটে একটা Chemical Inventory sheet থাকতে হবে।
♦Chemical Inventory sheet এ যে সকল কেমিক্যাল আছে,সে সব কেমিক্যাল এর MSDS থাকতে হবে।
♦Chemical Inventory Sheet এ যে সকল কমেক্যিাল আছে সে সব কেমিক্যাল এর কেমিক্যাল রেস্ট্রিকশন কমপ্লায়ন্সে র্সাটফিকিটে থাকতে হবে।
♦ডিটারজেন্ট এর APEO/NPEO সার্টিফিকেট এর FILE থাকতে হব।
♦প্রত্যেকটা কোম্পানির Oeko-Tex সার্টিফিকেট থাকতে হব।
♦কোম্পানি ওয়াইজ না থেকে প্রোডাক্ট ওয়াইজ থাকলেও চলবে।
♦ GOTS সার্টিফিকেট এর একটা ফাইল থাকবে, এখানে যে সকল প্রোডাক্ট/ কোম্পানরি সার্টিফিকেট আছে তা সংরক্ষণ করতে হবে।
♦MSDS প্রত্যেকটা কেমিক্যালের ড্রামের পাশে ঝুলানো থাকবে।
♦প্রত্যেকটা কেমিক্যালের অরজিনিাল MSDS সংগ্রহ করতে বা থাকতে হব।
♦প্রত্যেকটা ড্রাম বা কন্টেইনারের গায়ে অরজিনিাল লেবেল লাগানো থাকতে হবে এবং সেটা দৃশ্যমান থাকতে হবে।
♦কেমিক্যাল স্টোরে কম্প্যাটিবিলিটি চার্ট টাঙানো থাকতে হবে।
♦কম্প্যাটিবিলিটি চার্ট সর্ম্পকে কেমিক্যাল কর্মীদের সাম্যক ধারনা থাকতে হবে।
♦অডিটরের সময় কেমিক্যাল রুমে কোন উৎকট গন্ধ থাকতে পারবে না।র্অথাৎ এগজষ্ট ফ্যান চালু রাখতে হবে।
♦ FIFO (First In First Out)র্অথাৎ যে ডাইস/কমেক্যিাল স্টোরে প্রথমে আসবে সেটা প্রথমে ব্যবহার করতে হবে। খাতায় তা দৃশ্যমান হতে হবে।
♦ইনকামিং এবং কেমিক্যালের ইনভয়সে নাম্বার এবং রিসিভিং তারিখ পন্যের গায়ে লাগানো থাকতে হবে।
0 Comments