১৫ (ক) :
চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব।
১৮ (১) :
জনগণের পুষ্টিস্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধন রাষ্ট্রের অন্যতম প্রাথমিক
কর্তব্য।
★
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কয়টি #অধিদপ্তর রয়েছে ও কি কি?
৪ টি অধিদপ্তর।
১. স্বাস্থ্য
অধিদপ্তর
২. পরিবার
পরিকল্পনা অধিদপ্তর
৩. নার্সিং
সেবা পরিদপ্তর
৪. ঔষধ প্রশাসন
অধিদপ্তর
★
বর্তমানে স্বাস্থ্য বিষয়ক গৃহীত সরকারের কিছু #নীতির নাম বলো তো?
১. জাতীয়
স্বাস্থ্যনীতি ২০১১
২. জাতীয়
জনসংখ্যা নীতি ২০১২
৩. জাতীয় খাদ্য
ও পুষ্টি নীতি
৪. জাতীয় ঔষধ
নীতি ১৯৮২
0 Comments