অফিস পলিটিক্স কি? এর কারণ কি? কিভাবে ম্যানেজ করবেন?


ভুমিকাঃ 
অফিস পলিটিক্স কথাটার সাথে সবাই পরিচিত। আমরা যারা কর্পোরেট ওয়ার্ল্ডে জব করি তারা প্রতিনিয়ত এটা ফেস করে থাকি। আমি জানি বেশির ভাগ মানুষই এটাকে অপছন্দ করে।
 it’s a fact of life, no matter where you work.  Aristotle noted “man is by nature a political animal.” সুতরাং আপনি চান বা না চান আপনার জীবনে অফিস পলিক্সের প্রভাব পড়বেই। তাইতো বলি এই অবস্থায় আপনি কি করতে পারেন? আপনাকে তো ধরেই নিতে হবে পৃথিবীর সব কোম্পানিতেই অফিস পলিটিক্স আছে, ছিল এবং থাকবে। কোম্পানি যত বড়, পলিটিক্স ও তত বেশি। 

অফিস পলিটিক্সের দরকার কি?
 
আমার বিশ্বাস আপনারা যখন এই আর্টিকেল পড়ছেন, তখন আপনার অফিসের কিছু পলিটিশিয়ানদের চেহারা আপনার মনে ভেসে উঠেছে। নিচের তালিকা থেকে মিলিয়ে নিন আপনার অফিসের বিভিন্ন পলিটিশায়নদের চরিত্র।
 

  
আমার বিশ্বাস আপনি আপনার অফিসের পলিটিশিয়ানদের বিভিন্ন খেতাব ঠিক করে ফেলেছেন। ওটা আপনার মনে রাখুন। এবার ভাবতে হবে কেন মানুষ এই অফিস পলিটিক্স করে?

The most popular reason is for career ADVANCEMENT.

Reason-1
হ্যাঁ, অফিস পলিটিক্সের অন্যতম কারন হলো, ক্যারিয়ারের সিঁড়ি দিয়ে উপরে ওঠা। কারণ কিছু লোক থাকে যারা কোন পরিশ্রম ছাড়াই অন্যের উপর ভর করে বা উপর মহলে তোষামোদ করে উপরে উঠতে চায়। আর শুরু হয় পলিটিক্স।

Reason-2
Scarcity of resources সম্পদের সীমাবদ্ধতা একটি কারণ। সবাইকে তো আর সমান বেতন ভাতা, গাড়ি-বাড়ি দেয়া সম্ভব নয়। কিন্তু সবাই এটা আশা করে, আর এই কারণে একজনের থেকে অন্যজন প্রোমশন পেতে এই পলিটিক্সের আশ্রয় নেয়।
 


Reason-3
Job Insecurity অর্থাৎ এই বুঝি অমুক আমার থেকে বেশি ভাল করে ফেলল, এই বুঝি আমার চাকরিটা চলে যাবে, এই সকল ভয় থেকেও অফিস পলিটিক্স শুরু হতে পারে।
 


Reason-4
Getting Things their favor
  মানে সুফলটা নিজের পক্ষে নেয়ার জন্য যেথেষ্ট চেষ্টা করা। নিচের চিত্রটা দেখলেই বুঝতে সহজ হবে। ধরুন আপনি এবং চিত্রের মেয়েটির একই পারফরমেন্স, কিন্তু বস স্বভাবতই মেয়েটার পক্ষে যাবে, কারন কি? এক্সট্রা খাতির। Good relationship not all about SEX.


Reason-5
Just for Human Jealousy. এটাও মানুষের স্বভাবগত। অন্যের ভাল দেখতে না পারা। এজন্যেও অফিস পলিটিক্স হতে পারে। আরেকটা ছবি দেখি, হাজার কথা থেকে একটা ছবিই উত্তম।



Reason-6
Abuse of Power মানে ক্ষমতার অপব্যাবহার। If your boss is selfish or narrow-minded or if you have the potential to take over his position someday, he will play politics to gain the upper hand and keep you suppressed. 



Reason-7
Credit Theif মানে এমন অনেক সময়ই দেখা যায়, আপনি একটা কাজ অনেক খেটে রেডি করে বসকে দিয়েছেন, তিনি ম্যানেজমেন্টের কাছে যেয়ে পুরো ক্রেডিটটা নিয়ে নিল - এই বলে এটা সে করেছে এবং এজন্য কোম্পানি বেনিফিটেড হয়েছে। এটাও পলিটিক্স। 



আরও অনেক কারণ থাকতে পারে এবং এই সকল কারণ কারো কাছেই নতুন নয়। সবাই অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু এর থেকে বের হবার কোন উপায় আছে কি? 
না, এর থেকে কোন অবস্থাতেই আপনি মুক্তি পাবেন না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে Managing Office Politics. এটা আসলে একটা গেম। এই গেম খেলার পুর্বে আপনাকে তৈরি হতে হবে। বুঝে শুনে খেলতে হবে। যে যত ভালভাবে গেমটা বুঝবে, সে সেখান থেকে সুফল নিতে পারবে। আজকে গুগলে সার্চ দিন, হাজার হাজার সমাধান পাবেন, গবেষণা পাবেন এই সম্পর্কে। আমি কিছু লিখার চেষ্টা করছি মাত্র। এগুলো আমি বিভিন্ন অনলাইন রিসোর্স থেকেই পেয়েছি বা পড়েছি। ভালো কিছু লিকং এই আর্টিকেলের নিচে যুক্ত করে দিবো। 

Managing Office Politics
Politics has always existed and will always exist at every level of human existence.


Politics has always existed and will always exist at every level of human existence. সুতরাং আপনাকে পলিটিক্সের সাথে খাপ রেখেই চলতে হবে। কারণ অফিস পলিটক্সই সব স্ট্রেচ এর মুল কারণ। 

Game Rule-1
Know the people around. আপনাকে আপনার আশেপাশের মানুষগুলো সম্পর্কে জানার চেষ্টা করুন। কে কেমন? আপনার অফিসে কে ক্ষমতাধর ব্যাক্তি। কে ভাল মানুষ, কে খারাপ মানুষ। 

Game Rule-2
Build Relationship. সবার সাথে একটা সুসম্পর্ক তৈরি করুন এবং যারা পাওয়ারফুল ব্যাক্তি তাদের সাথে এক্সট্রা খাতির রাখুন। অফিসে বন্ধু নির্বাচনে সচেতন হতে হবে। অপেক্ষাকৃত কম খারাপ মানুষদের সাথে সম্পর্ক গড়ে তুলুন। 

Game Rule-3
Leave EGO.  কারণ যে কোন সম্পর্কের জন্যই এটা খুব খারাপ ভুমিকা পালন করে। ইগো ত্যাগ করে ছোট বড়, নিজের ডিপার্টমেন্ট বা অন্য ডিপার্টমেন্টের কলিগদের সাথে সুসম্পর্ক তৈরি করুন। 

Game Rule-4
Be Humble and Take Ownership. আপনাকে বিনয়ী হতে হবে এবং দায়িত্বশীল হতে হবে। প্রতিটি জব নিজের কাজ মনে করে শেষ করতে হবে। তাহলে আপনার নিয়ে পলিটিক্স কমে যাবে। 

Game Rule-5
Be a Catalyst. অন্যের কাজের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং অন্যকে তার কাজ করতে সকল প্রকার সহযোগিতা করতে হবে। সেটা অবশ্যই নিজের কাজ বাদ দিয়ে নয়। তবে হেল্পফুল মানসিকতা থাকতে হবে, তাহলেই আপনি অফিস পলিটিক্সের উর্ধে থাকবেন। 

Game Rule-6
Be Likable. আপনাকে অন্যের পছন্দের মানুষ হতে হবে। সব সময় হাসিমুখে এবং কম কথা বলার অভ্যাস করতে হবে। কারন ইংরেজিতে একটা কথা আছে "Silence & Smile  are too powerful tools. Smile is the way to solve many problems. & Silence is the way to avoid many problems."

এছাড়াও কিছু জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে, যা কখনোই করা যাবে নাঃ 
  • সিনিয়রদের সাথে বাকবিতন্ডায় যাওয়া যাবে না। 
  • অফিসে নিজের বা কারো পার্সোনাল ইস্যু নিয়ে গল্প করা যাবে না। অনেকেই করবে এসব রসালো সমালোচনা সেগুলো থেকে দূরে থাকতে হবে। 
  • কখনো Blame game এ অংশ নেয়া যাবে না। 
  • নেগেটিভ মানসিকতার লোকদের থেকে দূরে থাকতে হবে। 
 

আমার ধারনা এগুলো পালন করলে অফিস পলিটিক্স আপনাকে প্রভাবিত করতে পারবে না। এরপরও যদি কাজ না হয় তাহলে আপনার জন্যও জ্ঞানীগুণী মহজনেরা একটা উক্তি রেখে গেছেন- 

  
অফিস পলিটিক্স সম্পর্কি কিছু ইন্টারন্যাশনাল আর্টিকেল পেতে নিচের টাইটেল গুলো ক্লিক করুনঃ 

Eight Ways to Manage Office Politics

Win at office politics without selling your soul

Great Leaders Embrace Office Politics


Note: I have collected all pictures via google and its credit is only for the respective person, not me. 

Thanks, Mostafa Shakil   

Post a Comment

0 Comments