অগ্নি নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ বিধিমালা

বিধি ৫৪(১০) প্রতিটি ফ্লোরের ন্যূনতম একটি গ্রীলবিহীন জানালা থাকবে যা কব্জাসংযুক্ত হতে হবে এবং যাতে জরুরি প্রয়োজনে  খুলে লেডার বা দড়ির মই এর সাহায্যে নীচে নেমে আসা যায় এবং নীচ তলায় শক্ত দড়ির জাল সংরক্ষণ করতে হবে যাতে অগ্নি দুর্ঘটনার সময় জরুরি প্রয়োজনে দড়ি বহিয়া উক্ত জালে অবতরণ করা যায়।

প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতি তলায় প্রতি ১০০০ বর্গমিটার মেঝে এলাকার জন্য ২০০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পানি ভর্তি একটি ড্রাম এবং ১০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন চারটি করে ধাতব পদার্থ দ্বারা নির্মিত লাল রংয়ের খালি বালতি ঝুলন্ত অবস্থায় সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করতে হবে,

পরিদর্শক কর্তৃক অনুমোদিত অবস্থানে রাখতে হবে এবং আগুন নিভানো ব্যতীত অন্য কোন কাজে ব্যবহৃত হবে না এবং অগ্নি নির্বাপনের জন্য ব্যবহার্য লেখা সম্বলিত হতে হবে;

কেবলমাত্র দাহ্য তরল বা অন্য পদার্থ হতে যেখানে আগুন লাগবার ঝুঁকি বর্তমান এবং যেখানে পানি ব্যবহারযোগ্য নয় সেই ক্ষেত্র ব্যতীত, সব সময় বালি ভর্তি রাখিতে হবে: তবে শর্ত থাকে যে, প্রতিষ্ঠানটি যদি ফায়ার হাইড্রেন অথবা স্পির্ঙ্কলার দ্বারা সুরক্ষিত থাকে তবে উপরি-উক্ত বিধানাবলি প্রযোজ্য হবে না;

প্রত্যেক ভবনে প্রতি ৮৫০ বর্গমিটার স্থানের জন্য প্রতি তলায় ফায়ার সার্ভিস বিভাগের স্পেসিফিকেশন অনুযায়ী একটি হোজরিল পরিদর্শক কর্তৃক অনুমোদিত স্থানে স্থাপন করতে হবে, তাতে অবারিত পানির সংযোগ থাকবে এবং প্রতি বৎসর ন্যূনতম একবার পরীক্ষার ব্যবস্থা করতে হবে ।

Post a Comment

0 Comments