শ্রম আইন এবং বিধিমালার তফসিলসমূহ by Khandaker T Ahmed


১। শ্রম আইনের তফসিলসমূহ।

তফসিল-১- স্থায়ী আংশিক অক্ষমতা সৃষ্টিকারী বলিয়া গন্য জখমের তালিকা।
তফসিল-২- নোটিশ দানযোগ্য ব্যাধির তালিকা।
তফসিল-৩- পেশাগত ব্যাধির তালিকা।
তফসিল-৪- ধারা-১৫০(৮) এর বিধান সাপেক্ষে শ্রমিকের সংজ্ঞা অন্তর্ভুক্ত ব্যক্তিগনের তালিকা। 
তফসিল-৫- কতিপয় ক্ষেত্রে প্রদেয় ক্ষতিপূরণের পরিমাণ।

২। শ্রম বিধিমালার তফসিলসমূহ।

তফসিল-১- সুতা ও বয়ন কারখানায় বায়ু চলাচল ও তাপমাত্রা নিয়ন্ত্রন পদ্ধতি।
তফসিল-২- শৌচাগার ও প্রক্ষালন কক্ষের সংখ্যা,অবস্থান এবং পরিস্কার-পরিচ্ছন্নতা।
তফসিল-৩- জাহাজে এবং নদী ও সমুদ্র বন্দরের শ্রমিকদের নিরাপত্তা।
তফসিল-৪- সেইফটি কমিটি সংক্রান্ত বিষয়াদি।
তফসিল-৫- চা-বাগানের বিভিন্ন সুযোগ ও সুবিধাদি। 
তফসিল-৬- ক্ষতিপূরণ মামলা নিষ্পত্তির ক্ষেত্রে আদালতের কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি।
তফসিল-৭- লাইসেন্স ফি ও লাইসেন্স নবায়ন ফি।

Post a Comment

0 Comments