কিশোরের_সংজ্ঞা_ও_কিশোরের_কর্মঘন্টা By Siraj Uddin Chowdhury Rubel

ধারা - ২(৮)ও ৪১ ১৪ বছর থেকে ১৮ বছরের কম বয়স্ক ব্যাক্তিকে কিশোর বলা হয়। 

কিশোরকে কারখানা বা খনিতে একদিনে ৫ ঘন্টা এবং এক সপ্তাহে ৩০ ঘন্টার বেশি সময় কাজ করতে দেয়া যাবে না। 

আর কারখানা বা খনি ছাড়া অন্য কোন প্রতিষ্ঠানে দিনে ৭ ঘন্টা এবং সপ্তাহে ৪২ ঘন্টার বেশি কাজ করতে দেয়া যাবেনা। 

এছাড়াও কোন কিশোরকে সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত কোন কাজ করতে দেয়া যাবেনা। 

কিশোর যদি overtime করে থাকেন তাহলে যে ধরণের প্রতিষ্ঠানে চাকুরী করুক না কেন সপ্তাহে ৬ ঘন্টার বেশি overtime করতে পারবে না।

Post a Comment

0 Comments