মালিক মিথ্যা ফৌজদারি মামলা করলে করনিয় By Khandokar T Ahmed‎

ইদানিং প্রায়শই দেখা যায় কিছু কর্মী চাকুরী থেকে ইস্তাফা দিলে বা নানা বিধ কারনে মালিক মিথ্যা মামলা করে থাকে।
আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করলে আপনাকে নিচের কাজ গুলো করতে হবে:

১। মামলার ধরন সম্পর্কে জানা
প্রথমে আপনাকে মামলাটির ধরন জানতে হবে, অথাৎ মামলাটি কি থানায় করা হয়েছে, না কোর্টে।
মামলাটা জি আর বা সি আর যেমনই হোক না কেন।
সাহস হারানো যাবে না।

২। বিশেষজ্ঞ উকিল খুজে বের করা
ফৌজদারি মামলা নিয়ে নিয়মিত কাজ করে এমন উকিল খুজে বের করা এবং তার বুদ্ধি নিয়ে কাজ করা।

৩। জামিন নেয়া
আপনার বিরুদ্ধে মামলা হলে অথবা ওয়ারেন্ট জারি হলে গ্রেফতার এড়াতে জামিন নিয়ে রাখবেন।
জামিনে অনেক টাকা লাগবে,এটা নেহায়েত ভুল ধারণা ১০০০ থেকে ১০০০০ টাকার মধ্যে আগাম জামিন নিতে পারবেন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে তবে হাইকোর্টে থেকে জামিন নিতে একটু বেশি টাকা লাগতেও পারে।

৪। প্রমান সংরক্ষণ
আপনার বিরুদ্ধে মামলা হলেই আপনি অপরাধী বিষয়টি তা নয় বা আপনার শাস্তি হবেই তাও নয়।
হাজার হাজার মিথ্যা মামলা হয় প্রতিদিন।
আপনাকে নির্দোষ প্রমান করার জন্য যে সকল প্রমান বা সাক্ষ্য আছে সব সংরক্ষণ করুন।
ফোন আলাপ বা ছবি সংরক্ষণ করুন কারন এগুলো প্রমান হিসাবে ব্যবহার না করা গেলেও।
এগুলো মামলা দুর্বল করে দেয়।

৫। তদন্তকারী কর্মকতাকে সহায়তা করা
মামলার তদন্তকারী কর্মকতাকে তদন্তকালে সহায়তা প্রদান করুন, যাতে তিনি সঠিকভাবে তদন্ত করতে পারে।
পুলিশে কোন আত্মীয় থাকলে কাজটি আরও সহজ হবে।

পুলিশ রিপোর্ট ভাল থাকলে আপনার জন্য মামলা কোন সমস্যাই না।

এই ৫টি বিষয় মেনে চলুন এবং দারুন ফল পাবেন।

Post a Comment

0 Comments