মহার্ঘ ভাতা (Dearness Allowance) কি? By Khandokar Tomal Ahmed

বাংলায় বলে মহার্ঘ ভাতা আর ইংরেজিতে Dearness Allowance বলে  ।

সারা দিন বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে শুনবেন যে মুদ্রাস্ফীতি দেশে অনেক বেশি।

এই মুদ্রাস্ফীতি আবার কি জিনিস?

ভাই ইহা জানার কোন দরকার নাই এবং আপনাকে যাহা জানা প্রয়োজন তাহা হল মুদ্রাস্ফীতি বেশি হলে, ডিমের হালি ২০ টাকা থেকে ৩৫ টাকা হয়।

যখন মুদ্রাস্ফীতি বেশি হয় তখন মালিক বা সরকারকে বেতন বৃদ্ধি করতে হয়।

আপনারা জানেন যে মালিক এবং সরকারের বেতন বাড়ানোর কথা শোনা মাএই তাদের তাল বাহানা বেড়ে যায়। তাই সরকার যখন কোন মজুরী বোর্ড গঠন করেন তার ১ বা ২ বছর পরে কোন মজুরী কাঠামো পাওয়া যায়।

এই দুই বছর কিন্তু কর্মীকে ডিম ৩৫ টাকা দিয়ে কিনতে হবে,তাই সরকার নতুন মজুরী চুড়ান্ত না হওয়া পর্যন্ত কর্মী যাতে ডিম ৩৫ টাকা করে কিনে খেতে পারে এই জন্য মূল বেতনের সাথে ১০% বা ২০% টাকা বৃদ্ধি করার জন্য নির্দেশ দান করেন।

আপনার মূল বেতন ছিল ৩০০০ টাকা সরকার যদি ১০% বৃদ্ধি করে দেন,তবে নতুন মূল মজুরী হবে ৩৩০০ টাকা।

আপনি যে ৩০০ টাকা বেশি পাবেন তাই হল মহার্ঘ ভাতা নতুন মজুরী চুড়ান্ত না হওয়া পর্যন্ত এবং নতুন মজুরী পাশ হওয়ার সাথে সাথে মহার্ঘ ভাতা বাতিল হইয়া যাবে।

Post a Comment

0 Comments