#গ্রীন ফ্যাক্টরি কি ? কারা এই সার্টিফিকেট দেয়? গ্রীন ফ্যাক্টরি করার শর্ত গুলো কি ? By Nasir Mahmud Parvez

বিশ্ব পরিবেশ যখন প্রতিনিয়তই উন্নত বিশ্ব দ্বারা দূষিত হচ্ছে তখন গার্মেন্টস শিল্পের ক্রেতারা চাইছে আমাদের মতো তৃতীয় বিশ্বের কারখানাগুলো পরিবেশবান্ধব হিসেবে গড়ে উঠুক, পরিবেশে খারাপ প্রভাব বন্ধ হোক এবং সবুজায়নের মাধ্যমে পরিবেশ রক্ষায় অবদান রাখুক। এরই ধারাবাহিকতায় ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের United States Green Building Council (USGBC) নামক একটি সর্বজনগ্রীহিত প্রতিষ্ঠান কোন স্থাপনা বা ভবনের পরিবেশগত কার্যকারিতা মূল্যায়ন করতে LEED বা Leadership in energy and Environmental Design নামক একটি সার্টিফিকেশন পদ্ধতি প্রবর্তন করে। স্থাপনা গুলোকে আরও পরিবেশবান্ধব করে তোলা এবং ভবনের নকশার ক্ষেত্রে টেকসই চিন্তাভাবনার প্রসারের লক্ষেই এই LEED Certification এর প্রবর্তন।

LEED Certification হতে হলে অনেক গুলো শর্ত পালন করতে হয় , তারমধ্যে উল্লেখ্য হচ্ছে -

এমন নির্মাণসামগ্রী ব্যবহার করতে হবে যাতে কার্বন নিঃসরণ কম হয়। এ ছাড়া ইট, সিমেন্ট ও ইস্পাত পুনরুৎপাদনের মাধ্যমে তৈরি হয়েছে সেটি নিশ্চিত করতে হয়। এতে করে সম্পদের সর্বোচ্চ ব্যবহার হয়। একই সঙ্গে সব উপকরণ কারখানার সবচেয়ে কাছের প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছি। এতে পরিবহনের জন্য জ্বালানি কম খরচ হয়। এটিও একটি শর্ত।
 

যেখানে কারখানা হবে তার ৫০০ বর্গমিটারের মধ্যে শ্রমিকদের বাসস্থান, স্কুল, বাজার, বাস বা ট্যােম্পা স্ট্যান্ড থাকতে হবে। কারণ দূরে হলেই শ্রমিকদের কারখানায় আসতে গাড়ির প্রয়োজন হবে। এতে জ্বালানি খরচের পাশাপাশি কার্বন নিঃসরণ হবে।
সর্বশেষ প্রযুক্তির মেশিন, যা বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার পাশাপাশি ধুলাবালি শোষণ করে নেবে আপনা আপনি।

পরিবেশবান্ধব স্থাপনার শর্ত পরিপালন বিবেচনায় মোট চারটি ক্যাটাগরিতে সনদ প্রদান করে USGBC আর তা হলোঃ
ক। সার্টিফাইডঃ ৪০-৪৯ পয়েন্ট
খ। সিলভারঃ ৫০-৫৯ পয়েন্ট
গ। গোল্ডঃ ৬০-৬৯ পয়েন্ট
ঘ। প্লাটিনামঃ ৮০+ পয়েন্ট।


মোট ১১০ পয়েন্টকে সাতটি ক্যাটাগরিতে বিভক্ত করে এই সার্টিফিকেশন দেওয়া হয়।
১। জমির ভৌগোলিক অবস্থানেঃ ২৬ পয়েন্ট
২। পানি সাশ্রয়ঃ ১০ পয়েন্ট
৩। প্রাকৃতিক শক্তির ব্যবহারঃ ৩৫ পয়েন্ট
৪। পরিবেশ বান্ধব নির্মাণসামগ্রীঃ ১৪ পয়েন্ট
৫। অভ্যন্তরীণ পরিবেশগত অবস্থাঃ ১৫ পয়েন্ট
৬। অতি সাম্প্রতিক উদ্ভাবিত যন্ত্রের ব্যবহারঃ ৬ পয়েন্ট
৭। এলাকাভিত্তিক প্রাধ্যান্যতাঃ ৪ পয়েন্ট


আরো , যেসব শর্ত পূরণ করতে হয় তা হলোঃ
১. কারখানা নির্মাণে কী ধরনের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে; ২. কারখানায় সূর্যের আলোর কী পরিমাণ ব্যবহার হয়;
৩. সৌর বিদ্যুতের ব্যবহার করা হয় কিনা;
৪. কারখানার নির্দিষ্ট দূরত্বের মধ্যে শ্রমিকদের বাসস্থান আছে কিনা; ৫. স্কুল, বাজার করার ব্যবস্থা বা বাসস্ট্যান্ড রয়েছে কিনা;
৬. সূর্যের আলো ব্যবহার করার পাশাপাশি সৌরবিদ্যুত ব্যবহার এবং বিদ্যুতসাশ্রয়ী বাতি ব্যবহার করা হয় কিনা;
৭. বৃষ্টির পানি সংরক্ষণ করে তা ব্যবহার করা হয় কিনা;
৮. কারখানা নির্মাণে নির্দিষ্ট পরিমাণ খোলা জায়গা রাখা হয়েছে কিনা;
৯. অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কিনা;
১০. বৈদ্যুতিক ফিটিংস স্থাপন ছাড়াও অগ্নি দুর্ঘটনা এড়াতে সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে কিনা ইত্যাদি।

Post a Comment

0 Comments