শিল্প কারখানার গুদাম হিসাবে ব্যবহৃত ভবনের অভ্যন্তরে মালামাল সংরক্ষন

শিল্প কারখানার গুদাম হিসাবে ব্যবহৃত ভবনের অভ্যন্তরে মালামাল সংরক্ষনের জন্য নিম্নলিখিত নীতিমালা অনুসরন করতে হব:-

(ক)  দেয়াল থেকে আড়াই ফিট দূরে মালামাল সংরক্ষন করতে হবে।
(খ)  মালামাল কাঠের পাটাতন এবং র্যাকে সংরক্ষন করতে হবে ।
(গ)  উভয় পটাতন ও র্যাকের মাঝখান গ্যাংওয়ে থাকবেএবং গ্যাংওয়ের প্রসস্ততা হবে ন্যূনতম ৭ ফিট।
(ঘ)  অক্সিডাইজিং,অতি দাহ্যশীল এবং বিপজ্জনক দ্যাহ্যশীল পদার্থ ও রাসায়নিক দ্রব্যসমূহ প্রতিটি পৃথক পৃথক কক্ষে নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষন করতে হবে এবং প্রতিটি কক্ষে বিধি অনুযায়ী ভেন্টের ওপেনিং স্থাপনও পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা থাকতে হবে
(ঙ)  গুদামে সংরক্ষিত মালামালের স্তুপ বা স্টক এর উচ্চতা ছাদ হইতে ন্যুনতম ৩ ফিট নিচে থাকবে ।
(চ)  গুদামের অভ্যন্তরে মেইন ওপেনিংয়ে বা প্রবেশদ্বারের নিকটবর্তী ২০x২০বর্গফুট জায়গা খাল রাখতে হবে।
(ছ)  প্রতিটি গুদামের বাহিরে মালামাল অস্থায়ী সংরক্ষনের জন্য পর্যাপ্ত জায়গা থাকতে হবে ।
(জ)  গুদামের কোন অংশ অফিস,মালামাল যাচাই কক্ষ হিসেবে ব্যবহার করা যাবে না ।
(ঝ)  গুদামের অভ্যন্তরে স্প্লিট বা উইণ্ডো এসি সংযুক্ত করা যাবে না ।

Post a Comment

0 Comments