কারখানা ও কর্মশালার মধ্যে পার্থক্য

কারখানা হচ্ছে যেখানে শুধুমাত্র কোন পন্য উৎপাদিত হয়।এবং আর কর্মশালা হচ্ছে যেখানে পন্য উৎপাদন নয় যে কোন কাজ করা হয় ।
 
উদাহরনঃ
যেমন আমরা কিমপ্লায়েন্সে এ কাজ করি । কিন্তু আমাদের কমপ্লায়েন্সটা হচ্ছে উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন পন্য তৈরীর জন্য নয়।পন্য উৎপাদনের জন্য যারা কাজ করেন প্রচলিত অর্থে  যেটাকে আমরা প্রডাকশন সাইড বলি। তাই উক্ত সাইড কে আমরা কারখানা বলতে পারি। অর্থাৎ যেখানে পন্য উৎপাদনের জন্য কমপক্ষে ৫ জন ব্যাক্তি কাজ করেন তাকে কারখানা বলে। আর আমরা যে কাজ গুলো করি এগুলো কাজ তবে পন্য উৎপাদনের জন্য নয় বলে এটাকে কর্মশালা বলে।
 
আরেকটা বিষয় বলা যায়ঃ কিছুদিন পূর্বে একটি দোকানে একটি শার্ট ক্রয়ের জন্য গিয়েছিলাম। দোকানদার অনেকগুলো শার্ট দেখালো কিন্তু নির্দিষ্ট একটি কালার পূর্ব থেকে পছন্দ ছিল বিধায় দোকানদারকে বললাম আমার নির্দিষ্ট সেই কালারের শার্টটি ক্রয় করতে ইচ্ছুক। দোকানদার বলল যে এখানেতো নেই তবে একটু অপেক্ষা করেন কারখানায় দেখি আছেকিনা। তার পিছু পিছু একটি গলির মধ্যে দিয়ে সেখানে গিয়ে দেখি 10/12 জন েএকটি রুমের মধ্যে শার্ট  তৈরীর কাজ করছে । অর্থাৎ এটা তার কারখানা। আর সে যে দোকানে বসা ছিল ওটা তার কর্মশালা।
(ভুল হলে সংশোধনীয়)

Post a Comment

0 Comments