Drinking Water (পান করিবার পানি) By Khandokar T Ahmed


বাংলাদেশ শ্রম বিধিমালার বিধি-৫০ অনুযায়ী:

প্রতিষ্ঠানের সকল শ্রমিকের জন্য সহজগম্য বা সুবিধাজনক স্থানে বিশুদ্ধ পানি সরবরাহ করিতে হইবে।

প্রক্ষালন অথবা শৌচাগার হইতে পান করিবার পানির স্থান ৬ মিটার দূরে হইবে।

পানির মান প্রতি বছরে একবার পরীক্ষা করিতে হইবে বাংলাদেশ জনস্বাস্থ্য ও প্রকৌশল বিভাগ হইতে।
২৫০ জন শ্রমিক যেখানে কাজ করেন সেখানে ১ লা এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঠান্ডা পানি সরবরাহ করতে হবে।

Post a Comment

0 Comments