কোয়ালিটি ম্যানেজার ও মেটাল ডিটেক্টর মেশিন অপারেটর এর দ্বাযিত্ব By Mashiur

  • প্রতিদিন সকালে কোয়ালিটি ম্যানেজার এর নিকট হতে মেশিনের চাবি সংগ্রহ করা।
  • মেশিনের ৯ টি পয়েন্ট কেলিব্রেশন কার্ড এর মাধ্যমে চেক/নিরিক্ষা করা এবং তা নির্ধারিত ফরমেটে রেকর্ড সংরক্ষন করা।
  • পয়েন্টের যে কোন ১ টি পয়েন্টে ত্রুটি পরিলক্ষিত হলে দ্রুততার সহিত
  • কোয়ালিটি ম্যানেজার ও সংশ্লিষ্ট মেইনটেন্যান্স ইনচার্জ/মেকানিকের মাধ্যমে মেশিনটিকে ত্রুটি মূক্ত করে
  • পূনরায় কেলিব্রেশন কার্ড এর মাধ্যমে চেক/নিরিক্ষা করা এবং তা নির্ধারিত ফরমেটে কোয়ালিটি ম্যানেজার/ইনচার্জ এর স্বাক্ষর সম্বলিত রেকর্ড সংরক্ষন করা।
  • যদি মেশিনটি সঠিকভাবে কাজ করে তা হলে উৎপাদন কার্যক্রম পরিচালিত করতে হবে।
  • প্রতি দুই ঘন্টা পর পর মেশিন েেকলিব্রেশন করা এবং যদি মেশিনের কেলিব্রেশন সঠিক পাওয়া যায় তাহলে পূর্বে ২ ঘন্টার মেটাল পাস গার্মেন্টসগুলি পরবর্তী কার্যক্রমের জন্য প্যাকিং ইনচার্জকে অবগত করা।
  • গামের্ন্টস এর মধ্যে যদি কোন প্রকার ধাতু/অধাতু পাওয়া যায় তাহলে সেগুলো পৃথক করা এবং রেকর্ড সংরক্ষন করা।
  • যদি কোন গামের্ন্টস এর মধ্যে ধাতু আছে মেটাল ডিটেক্টর মেশিন সিগন্যাল/ডিটেক্টক করছে কিন্তু কোন ভাবে গামের্ন্টস থেকে ধাতু/অধাতু পৃথক করা যাচ্ছে না তাহলে উক্ত গামের্ন্টসের বিবরন উল্লেখপূবর্ক কোয়ালিটি ম্যানেজার/কোয়ালিটি ইনচার্জ এর উপস্থিতে তালাবদ্ধ রিজেক্ট গামের্ন্টস বক্সে সংরক্ষন করাসহ নির্ধারিত ফরমেটে রেকর্ড করতে হবে।
  • মেটাল ডিটেক্টর মেশিন অপারেটর কখনই রিজেক্টক গামের্ন্টস বক্সের চাবী রাখতে পারবেন না উক্ত বক্সের
  • চাবী কোয়ালিটি ম্যানেজার/কোয়ালিটি ইনচার্জ এর নিকট থাকিবে এবং অপর একটি প্রশাসন বিভাগে থাকিবে।
  • যে সময় মেশিন চলবে সেই সময় মেটাল ডিটেক্টর মেশিন অপারেটর কোন অবস্থাতেই মেটাল জাতীয় ঘড়ি, আংটি, বেল্ট ইত্যাদী ব্যবহার করতে পারবেন না।
  • প্রতি ১ বৎসরের ডিফেক্ট গামের্ন্টস ও নথি পত্র রেখে মেয়াদ উত্তীর্ন ডিফেক্ট গামের্ন্টস ও নথি পত্রগুলি নির্ধারিত কমিটির মাধ্যমে আগুনে পুড়িয়ে ধ্বংস করে রেকর্ড সংরক্ষন করতে হবে।
  • প্রতি এক বৎসর পর পর মেইটেন্যান্স বিভাগের সহায়তায় মেশিন সাপ্লায়ার/সার্টিফাইট টেষ্টটিং কোম্পানির এর নিকট হতে মেশিন কেলিব্রেশন করতে হবে এবং কেলিব্রেশন সার্টিফিকেট সংরক্ষন করতে হবে।
  • প্রতি মাসে অন্তত একবার ইন হাউস মেইটেন্যান্স বিভাগের মাধ্যমে মেশিন রক্ষনাবেক্ষন করে রেকর্ড সংরক্ষন করতে হবে।
  • দিন শেষে উক্ত মেশিনের চাবী কোয়ালিটি ম্যানেজার এর নিকট হস্তান্তর করতে হবে।

মেটাল ডিটেক্টর চালানোর নিয়ম

  • দেয়ার ১ মিনিট পরে জবংবঃ চাবি ঘুরিয়ে বোতামে চাপ দিন।
  • দিনে কমপক্ষে ৪ বার স্যাম্পল কার্ড দিয়ে মেশিন পরীক্ষা করুন ও খাতায় লিখে রাখুন।
  • কোন অবস্থায় কনভেয়ার বেল্টের উপর পিন,ভাংগা সুই বা অন্য কিছু রাখবেন না।
  • মেশিন চালানোর সময় ঘড়ি, চুড়ি,মালা,আংটি ও কানের দুল খুলে রাখুন।
  • একটি গার্মেন্ট এর উপর আরেকটি গার্মেন্ট রেখে কনভেয়ারে দিবেন না।
  • মেটাল ধরা পড়লে জবংবঃ চাবি ঘুরিয়ে ২০ সেকেন্ড অপেক্ষা করুন এবং পুনরায় ঝঞঅজঞ বোতামে চাপ দিন।
  • মেশিন বন্ধ করার জন্য ঝঞঙচ বোতামে চাপ দিন তারপর চড়বিৎ ঝরিঃপয বন্ধ করুন।
  • নির্ধারিত ব্যক্তি ছাড়া অন্য কেউ মেশিন চালাবেন না।

Post a Comment

0 Comments