C-TPAT থ্রেট সংক্রান্ত তথ্য গুলো কি কি

C-TPAT থ্রেট সংক্রান্ত তথ্য

  • কারখানায় কাজের সহিত সংশ্লিষ্ট নয় এমন কোন জিনিস আনবেন না।
  • কারখানার কাজের সহিত সংশ্লিষ্ট নয় এমন কোন জিনিস যদি কেউ তাকে আনতে দেয় তাহা সে আনবে না এবং কর্তৃপক্ষকে অবহিত করবে।
  • কারখানার কাজের সহিত সংশ্লিষ্ট নয় এমন কোন জিনিস কারখানায় অভ্যন্তরে বা কারখানায় ঢুকতে দেখলে তাহা কর্তৃপক্ষকে অবহিত করবে।
  • কারখানার কাজের সহিত সংশ্লিষ্ট নয় এমন কোন ব্যক্তি কারখঅনার ভিতরে দেখলে তা কর্তৃপক্ষকে অবহিত করবে।
  • কর্মস্থলে তার কর্মের সহিত সংশ্লিষ্ট নয় এমন কোন ব্যক্তিকে দেখলে কর্তৃপক্ষকে অবহিত করবে।
  • কোম্পানী কর্তৃক ভিজিটর কার্ড কোন অপরিচিত লোক দেখলে কোম্পানীকে অবহিত করবে।
  • কারখানায় কোথাও যদি কোন দ্রব্য পড়ে থাকে যাহা কারখানার কাজের সহিত সংশ্লিষ্ট নয় এমন জিনিস দেখলে সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবে।
  • কারখানায় নিযুক্ত নয় এমন কোন ব্যক্তি যদি কাজ করতে দেখে তা হলে সাথে সাথে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
  • অননুমোদিত ব্যক্তি যদি কোন সংরক্ষিত এলাকায় প্রবেশ, নাশকতা মূলক কার্যক্রম ইত্যাদি করে তাহলে সাথে সাথে কর্তৃপক্ষকে অবহিত করবে।
  • নিদিষ্ট স্থান ব্যতিত কোন শ্রমিক যেন ভিতরে প্রবেশ করে নাশকতা মূলক করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাককে হবে এবং এই জাতীয় কর্মকান্ড দেখলে সাথে সাথে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
  • চাকুরীচ্যুত বা বরখাস্তকৃত কোন শ্রমিক যেন ভিতরে প্রবেশ করে নাশকতা মূলক কাজ করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে এবং এই জাতীয় কর্মকান্ড দেখলে সাথে সাথে কর্তৃপক্ষেকে অবহিত করতে হবে।
    Collected from : Mashiur

Post a Comment

0 Comments