এটা ভাবার কারন নাই যে মালিক নিজে টাকা হজম বা গায়েব করে দিবেন। বাংলাদেশ
শ্রম আইনের ধারা ১৩১ এর ১ অনুযায়ী যখন শ্রমিকে খুজে পাওয়া যাবে না,তখন তার
কোন মনোনীত ব্যক্তিকে মজুরীর টাকা প্রদান করতে হবে।
যদি মনোনীত
ব্যক্তিকে না পাওয়া যায় তবে আপনি টাকা নিয়ে চোখ বন্ধ করে সোজা শ্রম আদালতে
জমা প্রদান করে দিবেন এবং এখানেই আপনার দায়িত্ব ১০০ ভাগ শেষ।
0 Comments