সম্ভবত কানে আঘাতের কারণে কানের পর্দা ফেটে গিয়েছে। এতে হয়তো দ্রুত কান দিয়ে রক্ত পড়ছে। তবে এখন কোনো নাক কান গলা বিশেষজ্ঞকে দেখিয়ে জেনে নেওয়া প্রয়োজন যে সত্যি সত্যি কানের পর্দা ফেটে গিয়েছে কি না। যদি কানের পর্দা ফেটে গিয়ে থাকে, তবে কানে যেন পানি না ঢোকে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই সতর্কতা হিসেবে গোসলের আগে তেলে ভেজানো তুলা নিংড়ে কানে দিয়ে কান বন্ধ করে দিতে হবে এবং তোলা পানি দিয়ে গোসল করতে হবে।
0 Comments