চাকরির বিবরণ / দায়িত্বসমূহ
- কারখানা এবং অন্যান্য সম্পত্তির সামগ্রিক নিরাপত্তা ব্যবস্হা পরিকল্পনা ও তত্ত্বাবধান করা।
- কারখানার নিরাপত্তা পোষ্ট সমূহ নিয়মিত তত্ত্বাবধান করা।
- নিরাপত্তা পোষ্টের সমস্যা সমূহ চিহ্নিত করা ও সমাধানের পরিকল্পনা করা।
- পোষ্টের নিরাপত্তা প্রহরীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে কিনা এবং তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সতচতন কারার ব্যবস্থা গ্রহন করা।
- নিরাপত্তা উদ্যোগ এবং মান সনাক্ত করা।
- নিয়মিত উর্দ্ধতন কর্তৃপক্ষকে নিরাপত্তা প্রতিবেদন দাখিল করা।
- কারখানা চত্বরে নিরাপত্তার সুরক্ষার জন্য কর্মচারী, দর্শক ও অন্যান্য ব্যক্তি এবং যানবাহন অনুপ্রবেশ এবং প্রস্থান নজরদারি এবং অনুমোদন।
- জরুরী অবস্থার ক্ষেত্রে যেমন- আগুন বা অননুমোদিত ব্যক্তির উপস্থিতিতে পুলিশ বা অগ্নি বিভাগকে কল করা।নিয়মিত ভিত্তিতে নিরাপত্তা রক্ষীদের জন্য শারীরিক প্রশিক্ষণ (পিটি) ব্যবস্থা করা।
0 Comments